Barak UpdatesHappeningsBreaking News
কাছাড়ের বিভিন্ন আসনের জন্য “ফ্লাইং স্কোয়াড” গঠিত‘Flying Squad’ for various constituencies formed in Cachar
ওয়েটুবরাক, ১০ই মার্চ: আসন্ন বিধানসভা নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্য নিয়ে কাছাড় জেলায় বেআইনি কাজ রুখতে “ফ্লাইং স্কোয়াড” গঠিত করা হয়েছে।
আগামী ৩০ মার্চ পর্যন্ত এই স্কোয়াড জেলার সবকয়টি বিধানসভা কেন্দ্রে অভিযান চালাবে। প্রতিটি কেন্দ্রে ফ্লাইং স্কোয়াডের তিনটি দল থাকবে। শিলচরের ফ্লাইং স্কোয়াডের দায়িত্বে রয়েছেন দিলওয়ার হোসেন লস্কর, ক্ষিতীন্দ্র দাস,জহিরুল ইসলাম চৌধুরী। উধারবন্দের দায়িত্বে রয়েছেন সাফিক আহমেদ লস্কর, লোকমান উদ্দিন ও সুবোধ দেওয়ার।
বড়খলার দায়িত্বে রয়েছেন প্রিয়জিৎ দাস, পার্থ ভট্টাচার্য, আশিষ দিবাকর। কাটিগড়ার দায়িত্বে রয়েছেন কুমার কমলেশ, মৃদুল কান্তি দাস লস্কর ও ভার্গব দাস। সোনাইর দায়িত্বে রয়েছেন অমল ফাংচু, শুভজিৎ ভট্টাচার্য ও শুভম সাহু।
ধলাইর দায়িত্বে রয়েছেন হীরালাল রায়, ধর্মেন্দ্র বর্মন ও জাকির হোসেন।
লক্ষীপুরের দায়িত্বে রয়েছেন রাজীব আচার্য, অমিত কুমার দাম ও তপন সরকার। প্রসঙ্গত, প্রতিটি ফ্লাইং স্কোয়াডে একজন ভিডিওগ্রাফার,একজন পুলিশ আধিকারিক ও তিন-চারজন সশস্ত্র বাহিনীর জওয়ান থাকবেন। এ বিষয়ে জেলা নির্বাচনী আধিকারিক কীর্তি জাল্লি এক নির্দেশ জারি করেছেন।