Barak UpdatesHappeningsBreaking News
সঞ্জু নাহাটা সহ পাঁচ দালাল জেলে
Five land brokers including Sanju Nahata sent to jail

ওয়েটুবরাক, ২৪ সেপ্টেম্বরঃ জমির দালালির অভিযোগে ধৃত পাঁচজনকেই আজ শুক্রবার আদালতের নির্দেশে জেলে পাঠিয়ে দেওয়া হয়েছে। অসীম দাস, নিশিকান্ত সরকার, অশোক সরকার, নুরুল হকের সঙ্গে রয়েছে সঞ্জু নাহাটাও। নাহাটা টেক্সটাইলসের ডিরেক্টর সঞ্জুকে এ দিনই শিলচর মেডিক্যাল কলেজের সাইকিয়াট্রি বিভাগ থেকে ছাড়া হয়েছে।সেখান থেকে পুলিশ তাকে আদালতে নিয়ে আসে। সরকারি আইনজীবীর মাধ্যমে পুলিশ তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য দুদিন নিজেদের জিম্মায় রাখতে চেয়েছিল। কিন্তু আদালত অনুমতি দেয়নি। ফলে তাকে সোজা জেলে নিয়ে যাওয়া হয়। তিনদিনের রিমান্ড শেষ হওয়ায় আজ এর আগেই চারজনকে আদালতে তোলা হয়েছিল। তাদেরও জেলে পাঠানো হয়।
সঞ্জু নাহাটা-র মেডিক্যালে ভর্তি এবং আজই ছাড়া নিয়ে শহরে বেশ চর্চা রয়েছে। অনেকেরই বক্তব্য, অসুস্থতার নাটক করে এই বস্ত্র ব্যবসায়ী আসলে পুলিশ রিমান্ডটাকে এড়িয়ে গিয়েছে।