India & World UpdatesBreaking News
৬ জুন নতুন লোকসভার প্রথম অধিবেশনFirst Session of 17th Lok Sabha on 6 June
২৮ মে : আগামী ৬ জুন সপ্তদশ লোকসভার প্রথম অধিবেশন বসছে। এই অধিবেশন চলবে আগামী ১৫ জুন পর্যন্ত। আগামী ৩১ মে নবনির্বাচিত মন্ত্রিসভার প্রথম বৈঠকে প্রথম সংসদীয় অধিবেশনের দিন চূড়ান্ত করা হবে। এমনটাই আভাস মিলেছে।
এদিকে আগামী ৩০ মে দ্বিতীয় বারের জন্য প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন নরেন্দ্র মোদি। ওই দিনই বেশ কয়েকজন মন্ত্রীর শপথ গ্রহণের কথা রয়েছে। অন্যদিকে ৬ জুন সংসদের প্রথম অধিবেশন শুরু হলে এ দিনই রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ সংসদের উভয় সদনে ভাষণ দেবেন। এরপর এ দিন লোকসভার অস্থায়ী অধ্যক্ষ নির্বাচিত করা হবে। স্থায়ী অধ্যক্ষ নির্বাচিত করার আগে অস্থায়ী অধ্যক্ষ নবনির্বাচিত সাংসদদের কার্যালয়ে শপথ বাক্য পাঠ করাবেন।
প্রসঙ্গত, রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ আগামী বৃহস্পতিবার রাষ্ট্রপতি ভবনে আয়োজিত শপথ গ্রহণ সমারোহে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ কেন্দ্রীয় মন্ত্রিসভার অন্য সদস্যদের পদ ও গোপনীয়তার শপথ বাক্য পাঠ করাবেন।