Barak UpdatesHappeningsBreaking News

শিলচরে পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে আগুন, লকার অক্ষত
Fire breaks out at Punjab National Bank Deshabandhu Road, Silchar

৩ জুলাইঃ শুক্রবার সন্ধ্যায় আগুনে আতঙ্ক তৈরি হয় শিলচর হাসপাতাল রোড, রাঙ্গিরখাড়ি এলাকায়। আগুন লাগে পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সওয়া পাঁচটা নাগাদ প্রথম বিকট শব্দ হয়। কাছাকাছি এলাকার বিদ্যুত চলে যায়। কিছুক্ষণ পরে বিদ্যুত চলে আসায় ব্যবসায়ী বা আশেপাশের মানুষ একে বিশেষ গুরুত্ব দেননি। কিন্তু ছয়টা নাগাদ সবাই দোকানপাট বন্ধ করার সময়ে দেখতে পান পঞ্জাব ন্যশনাল ব্যাঙ্কের জানালা দিয়ে ধোয়া বেরোচ্ছে। শুুরু হয় হইচই। দমকলে খবর দেওয়া হয়।

Rananuj

Video Credit: Aritro Dhar

দমকলের গাড়ি এসে পৌঁছানো মাত্র আরেকটি বিকট শব্দ হয়। দমকল কর্মীরা স্থানীয় জনতার সাহায্যে আগুন নিয়ন্ত্রণে আনেন। তাঁদের অনুমান, এসি ফেটে গিয়ে আগুন লেগেছে। তবে আগুন ছড়িয়ে পড়তেই গ্রাহকদের দুশ্চিন্তা হয়, ব্যাঙ্কের লকারে অনেকেই মূল্যবান জিনিসপত্র-নথি সুরক্ষার জন্য রেখেছেন। পরে ব্যাঙ্ক সূত্রে জানা গিয়েছে, লকার অক্ষত রয়েছে। আগুনে ক্ষতি হয়েছে মূল ব্যাঙ্কঘরটি, যেখানে কর্মীরা বসেন, গ্রাহকরা আসেন লেনদেনের জন্য।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker