Barak UpdatesHappeningsBreaking News

আগুন নিভল, শিলচর হাসপাতাল রোডের ৮টি দোকান ভস্মীভূত, পুড়ল ৭টি ঘর
Fire at Hospital Road extinguished, 8 shops & 7 houses burnt to ashes

ওয়েটুবরাক, ১৩ অক্টোবর : কাছাড় জেলার সবকটি ফায়ার স্টেশন থেকে জল নিয়ে দমকল কর্মীরা এসেছেন৷ এসেছে করিমগঞ্জ জেলার বদরপুরের ইঞ্জিনও৷ মোট নয়টি ফায়ার ব্রিগেডের গাড়ি নাগাড়ে জল ছিটিয়ে সকাল সাতটায় আগুন পুরো নেভাতে সক্ষম হয়৷ ততক্ষণে ৮টি দোকান ও ৮টি ঘর পুড়ে ছাই৷ আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে নন্দিনী এন্টারপ্রাইজ নামে আরও একটি দোকান৷ পুরো ক্ষতিগ্রস্তদের মধ্যে রয়েছেন অংশুমান গুপ্ত, সৌমিত্র নন্দী, বিষ্ণুপদ দেব, দেবব্রত দত্ত, কমল পাল, শহিদা খাতুন, নজরুল ইসলাম খান প্রমুখ৷ আছে একটি আইরন শপও৷ এ ছাড়াও রয়েছেন বেশ কয়েকজন ভাড়াটে৷  তাঁরা দোকানগুলির পেছনে পরিবার নিয়ে বসবাস করতেন৷

গভীর রাতে আচমকা আগুন দাউদাউ করে জ্বলে ওঠায় পরিবারের সদস্যরা দৌড়ে বেরিয়ে আসেন৷ শিশু-বৃদ্ধদের বার করে আনা হলেও আটকে গিয়েছিলেন নজরুল ইসলাম খান ওরফে মিঠুর স্ত্রী রিংকি খান৷ গর্ভবতী বলে তিনি দৌড়তে পারছিলেন না৷ ও দিকে, বেরনোর একমাত্র রাস্তাটিতে তখন আগুন ছড়িয়ে পড়েছে৷ ঝুঁকি নিয়েই অন্যরা আগুনের ভেতরে ঢুকে তাঁকে পাজাকোলা করে বাইরে নিয়ে আসেন৷ নজরুল বস্ত্র ব্যবসায়ী৷ পুজোর সব বিক্রিবাটার নগদ অর্থ ঘরে রাখা ছিল৷ একদিকে আগুনের আতঙ্ক, অন্যদিকে স্ত্রীকে বার করা নিয়ে সময় চলে যাওয়ায় নগদ টাকার কথা খেয়ালই করতে পারেননি৷ পরে টাকার কথা মনে পড়তেই মূর্ছা যান তিনি৷ সঙ্গে সঙ্গে সিভিল হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁরা তাঁকে মেডিক্যাল কলেজে পাঠান৷ তবে আগুন লাগার কারণ জানা যায়নি৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also

Close
error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker