Barak UpdatesBreaking News

আর্থিক কেলেঙ্কারিতে অভিযুক্ত রেলকর্মী অর্পিতা দাস অবশেষে বদলিই হলেন
Finally Railway staff Arpita Das accused in financial scam transferred from Silchar

২০ নভেম্বর : রেলের টিকিট জালিয়াতি কাণ্ডে অভিযুক্ত রেলকর্মী অর্পিতা দাসকে শেষমেশ শিলচর থেকে অন্যত্র বদলি করা হয়েছে। রেলের অ্যান্টি ফ্রড শাখা গত জুন মাসে তাঁকে আর্থিক কেলেঙ্কারিতে হাতেনাতে তিনি একবার বদলি হয়ে যান। কিন্তু কিছুদিনের মধ্যেই ফের শিলচরে ফিরে এআরএস হিসেবে কাজে যোগ দেন। কিন্তু এ বার লামডিং ডিভিশনের জেনারেল ম্যানেজার শিলচর সফর করে অনেকটা প্রকাশ্যেই তাঁকে বদলির প্রসঙ্গ তোলেন। সেই নির্দেশের অঙ্গ হিসেবেই তাঁকে বদলি করা হয়েছে বলে মনে করা হচ্ছে।

প্রসঙ্গত, গত জুন মাসে রেলকর্মী অর্পিতা দাসে বিরুদ্ধে অভিযোগ পেয়ে মাঠে নামে রেলের অ্যান্টি করাপশন শাখা। এমনকি তাঁর কাউন্টারে হানা দিয়ে বেশ কিছু আপত্তিজনক কাগজপত্র ও আর্থিক গরমিল নজরে আসে দুর্নীতি নিবারণ শাখাটির। এরপরে অবশ্য তাঁকে বদলি করে দেওয়া হয়েছিল। কিন্তু কিছুদিনের মধ্যেই তিনি ফের সিআরএস ইনচার্জ হিসেবে শিলচর স্টেশনে কাজে যোগ দেন। একজন আর্থিক কেলেঙ্কারিতে ধরা পড়ার পরও তাঁকে কীভাবে দায়িত্ব দিয়ে পুনরায় বসানো হয়, এমন প্রশ্নও বিভিন্ন মহল থেকে উঠতে শুরু করে।

অন্যদিকে, লামডিং ডিভিশনের জেনারেল ম্যানেজার শিলচর সফরে এসে সিনিয়র ডিসিএম অশোক কুমারের কাছে জানতে চেয়েছিলেন, কেন অর্পিতা দাস আর্থিক কেলেঙ্কারিতে ধরা পড়ার পরও তাঁকে শিলচর স্টেশনে রাখা হয়েছে? এ সময়ই তিনি এই কর্মীকে এখান থেকে বদলি করার নির্দেশ দিয়ে যান। বর্তমানে এই বদলি সেই আদেশের ফলেই হয়েছে বলে মনে করা হচ্ছে। তাছাড়া জনসমক্ষে বিভাগের ভাবমূর্তি বজায় রাখতেই এমন পদক্ষেপ নেওয়া হয়েছে বলেও সচেতন মহল মনে করছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker