HappeningsBreaking News
কাঁটাতারঃ ভোট দিতে আসার সময় গেটে আটকাবে না বিএসএফFencing: BSF won’t stop them at gate when they would come for voting
২৭ মার্চঃ নাতানপুরে ৮০জন ভোটার। পীরনগরে ১৭। তাঁরা কাঁটাতারের বাইরে বসবাস করেন। এলাকায় নেই কোনও স্কুল, অঙ্গনওয়াড়ি কেন্দ্র বা কোনও সরকারি অফিস। ফলে নিজেদের এলাকায় নেই ভোটকেন্দ্রও। তবে এক কিলোমিটার পরপর গেট আছে মূল ভূখণ্ডে আসা-যাওয়ার জন্য। বিএসএফ জওয়ানরা সেই গেটগুলিতে পাহারা দেন। দিনের বেলায় নির্দিষ্ট সময়ে খুলে দেওয়া হয়। সূর্যাস্তের পর পুরোপুরি বন্ধ। ভোটের দিন অবশ্য সকাল ৭টা থেকে বিকেল ৩টার মধ্যে ভোট দিতে পারবেন তাঁরা। গেটে বিএসএফ তাদের বাধা দেবে না সেদিন। শুধু উপযুক্ত প্রমাণপত্র দেখালেই হল।
কাছাড় জেলায় ৩৬ কিমি সীমান্ত রয়েছে বাংলাদেশের সঙ্গে। পুরোটাই কাঁটাতারে ঘেরা। মূল সীমান্ত থেকে দেড়শো গজ দূরে সেই কাঁটাতার। আর ওই দেড়শো গজ এলাকার মধ্যে রয়েছেন ৯৭ ভোটার। গেটের কড়াকড়ির দরুন তাঁদের ভোটদানে যেন সমস্যা না হয়, সে জন্য বিএসএফ কর্তাদের সঙ্গে কথা বলেন জেলাশাসক লায়া মাদ্দুরি ও পুলিশ সুপার মুগ্ধজ্যোতি দেবমহন্ত। তাঁরা কাঁটাতার ঘেরা নাতানপুর, পীরনগর প্রভৃতি এলাকা ঘুরে দেখেন।
পুলিশ সুপার মুগ্ধজ্যোতি দেব মহন্ত জানান, বাংলাদেশ থেকে কোনও দুষ্কৃতী যেন ভোটের সময় এ পারে ঢুকে পড়তে না পারে, সে দিকেও কড়া নজর রাখতে বিএসএফ-কে বলা হয়েছে। তাই বলে ভারতীয় ভোটাররা যেন হয়রানির শিকার না হন।
English text here