NE UpdatesHappeningsSportsBreaking News
পরপর জিতে তো বটেই, গুয়াহাটিতে স্টেডিয়াম সাফাই করেও নজর কাড়ল ত্রিপুরা হ্যান্ডবল দল
ওয়েটুবরাক, ২৯ মার্চ : গুয়াহাটিতে অনুষ্ঠিত সাব-জুনিয়র হ্যান্ডবল প্রতিযোগিতায় ত্রিপুরা গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে। গ্রুপের শেষ খেলায় এরা অরুণাচল প্রদেশকে ১৩-০ গোলে হারিয়ে দেয়। ত্রিপুরা-অরুণাচল প্রদেশ ছাড়াও এই গ্রুপে রয়েছে আসাম ও জম্মু-কাশ্মীর। এই দুই দলকে অবশ্য আগেই পরাস্ত করে ত্রিপুরার খেলোয়াড়রা। বুধবার বিকালের প্রি-কোয়ার্টার ফাইনাল ম্যাচেও এরা জয় হাসিল করে। গ্রুপের তামিলনাড়ুকে ২৫-২০ ব্যবধানে নাস্তানাবুদ করে ছাড়ে।
শুধু খেলা দেখিয়েই দর্শক, আয়োজক এবং অন্যান্য দলের খেলোযাড়দের আকৃষ্ট করেনি ত্রিপুরা। সেই সঙ্গে বুধবার সোনাপুর স্টেডিয়ামে সাফাই অভিযানও চালায়। পুরো স্টেডিয়াম তাঁরা সাফ করে স্বচ্ছ ভারতের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে। তাতে শুধু সাব-জুনিয়র হ্যান্ডবল দলেরই নয়, মর্যাদা বৃদ্ধি পেয়েছে ত্রিপুরা রাজ্যেরও। কোচ অজয় ভট্টাচার্য, ম্যানেজার সঞ্জয়কুমার ঘোষ তো অভিযানে সক্রিয় ছিলেনই, হাত লাগিয়েছেন দলের সঙ্গে আসা ত্রিপুরা হ্যান্ডবল অ্যাসোসিয়েশনের সহসভাপতি মধুগোপাল বিশ্বাস, সাধারণ সম্পাদক লিটন রায়, টেকনিক্যাল পার্সন নন্দা চক্রবর্তী এবং রেফারি শম্পা লস্করও।
মধুগোপাল বিশ্বাস ও লিটন রায় বলেন, প্রতিটি ছেলে ভালো খেলছে। প্রথম ম্যাচ থেকে তারা টিমওয়ার্কে যত্নশীল। দুই কর্মকর্তাই আশাবাদী, সরকারি পৃষ্ঠপোষকতা ঠিকঠাক পেলে এই দল নিয়ে অনেকদূর যাওয়া যাবে। এই টিম যে কোনও জাতীয় টুর্নামেন্টে রাজ্যের মুখ উজ্জ্বলতর করতে পারে বলে মন্তব্য করেন সহসভাপতি বিশ্বাস এবং সাধারণ সম্পাদক রায়।