Barak UpdatesHappeningsBreaking News
ভর্তি নিয়ে ক্ষোভ, আসাম বিশ্ববিদ্যালয়ে ধর্মঘট
Faulty admission process! Protest begins at Assam University
TDC marks not taken into consideration for admission in PG, alleges ACKHSA

ওয়েটুবরাক, ১০ জানুয়ারি : করোনার বছরের পরীক্ষা বলে নিজেদের ফলাফলও গুরুত্ব পেল না আসাম বিশ্ববিদ্যালয়ে৷ এবার স্নাতকোত্তর কোর্সে ছাত্রভর্তিতে স্নাতক পরীক্ষার ফলাফল বিচার্য হয়নি৷ অন্য বিশ্ববিদ্যালয় তো নয়ই, নিজেরা যে পরীক্ষা গ্রহণ করে ফলপ্রকাশ করেছেন, তাকেও হিসাবে আনেননি কর্তৃপক্ষ৷ ভর্তি পরীক্ষার নম্বরের সঙ্গে ধরা হয়েছে উচ্চ মাধ্যমিকে প্রাপ্ত নম্বর৷ এ নিয়ে বেশ কিছুদিন ধরেই ক্ষোভ বিরাজ করছিল৷ আজ সোমবার আকসা ধর্মঘটের ডাক দিয়ে বিশ্ববিদ্যালয়ের সদর গেট বন্ধ করে দিয়েছে৷ তাঁরা এই ভর্তি প্রক্রিয়াকে বরাক উপত্যকার ছাত্রছাত্রীদের স্বার্থের পরিপন্থী বলে উল্লেখ করেন৷ এর জন্য উপাচার্য দিলীপচন্দ্র নাথকে দায়ী করে আকসার পক্ষ থেকে তাঁর অপসারণ দাবি করা হয়েছে৷
উপাচার্য নাথ জানান, আগামী বছর থেকে বিশ্ববিদ্যালয়গুলিতে সর্বভারতীয় স্তরে ভর্তিপরীক্ষা গ্রহণ করে তালিকা প্রস্তুত করা হবে৷ তাই এ বার তাঁরা তালিকা প্রস্তুতের ক্ষেত্রে ভর্তিপরীক্ষার ফলাফলেই বেশি গুরুত্ব দিয়েছেন৷ কোথাও একই নম্বরে দুই বা ততোধিক প্রার্থী হলে উচ্চ মাধ্যমিকের ফল দেখা হয়েছে৷
তিনি স্বীকার করেন, করোনার দরুন গৃহীত অনলাইন পরীক্ষার ফলাফলকে এ ক্ষেত্রে গুরুত্ব দেওয়া হয়নি৷ তবে তাঁর কথায়, মাত্র কয়েকজনেরই ভর্তি পরীক্ষার নম্বরের পরে উচ্চ মাধ্যমিকের ফলাফলও যাচাই করতে হয়েছে৷ তিনি এই আন্দোলনকে যুক্তিহীন বলে উল্লেখ করেন৷
ও দিকে, আকসা জানিয়ে দিয়েছে, দাবি আদায় না হওয়া পর্যন্ত ধর্মঘট চলবে৷