India & World UpdatesHappeningsBreaking News
ফারুক আবদুল্লাকে মুক্তি দিল কাশ্মীর প্রশাসনFarooq Abdullah released after 7 months of detention
১৩ মার্চ : ন্যাশনাল কনফারেন্স প্রধান তথা জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লাকে মুক্তি দিল নবগঠিত কেন্দ্রশাসিত অঞ্চলের প্রশাসন। সাতমাস গৃহবন্দি রাখার পর তাঁকে মুক্তি দেওয়া হয়েছে। কাশ্মীর থেকে ৩৭০ ধারা প্রত্যাহারের আগে গত ৫ আগস্ট গৃহবন্দি করা হয় ফারুক আবদুল্লাকে। সেইসঙ্গে গৃহবন্দি বা সতর্কতামূলক গ্রেফতার করা হয় কাশ্মীরের আরও দুই প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা, মেহেবুবা মুফতি সহ কয়েকশ’ রাজনৈতিক নেতাকর্মীকে।
শুক্রবার জম্মু-কাশ্মীর প্রশাসনের তরফে জানানো হয়, ফারুক আবদুল্লাকে মুক্তি দেওয়া হয়েছে।তাঁকে গৃহবন্দি করা নিয়ে সংসদে বহু হট্টগোল হয়েছে। শীতকালীন অধিবেশনে লোকসভার কংগ্রেস দলনেতা তথা বহরমপুরের কংগ্রেস সাংসদ অধীর চৌধুরী সংসদে বলেছিলেন, “ফারুক আবদুল্লা কোথায়? তিনি সাংসদ। তিনি সভায় নেই কেন?”
এর মধ্যে ইউরোপীয় ইউনিয়ন থেকে বহু বিদেশি প্রতিনিধি কাশ্মীরে গিয়েছেন। কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে বিরোধীদের অভিযোগ ছিল, দেশে এমন গণতন্ত্র কায়েম করে রাখা হয়েছে যে, বিদেশিরা এসে সেখানে ঘুরতে পারেন অথচ দেশের সাংসদকে গৃহবন্দি করে রাখা হয়।