India & World UpdatesHappeningsBreaking News
কৃষিবিলঃ রিপুণ বরা সহ আট বিরোধী সাংসদ সাসপেন্ডFarm Bills: 8 opposition MPs including Ripun Bora suspended
২১ সেপ্টেম্বরঃ কৃষি বিল নিয়ে বিক্ষোভের জেরে আসামের রিপুণ বরা সহ রাজ্যসভার আট সাংসদকে সোমবার সাসপেন্ড করা হয়েছে। পরে তাঁরা সংসদ ভবন চত্বরে গান্ধীমূর্তির সামনে ধর্নায় বসেন। ‘গণতন্ত্রের খুন’, ‘আমরা কৃষকদের জন্য লড়ব’ -এর মতো নানা স্লোগান লেখা পোস্টার নিয়ে কেন্দ্র-বিরোধী স্লোগান দেন তাঁরা।
রবিবার কৃষি বিল নিয়ে নজিরবিহীন বিক্ষোভ হয়। এরই জেরে আট সাংসদকে অধিবেশনের বাকি সময়ের জন্য সাসপেন্ড করা হয়েছে। রিপুণ বরা ছাড়াও তালিকায় রয়েছেন কংগ্রেসের রাজীব শতাভ এবং সৈয়দ নাসির হুসেন। সাসপেন্ড হয়েছেন সিপিএমের কে কে রাগেশ, এলাম আরাম করিম এবং আম আদমি পার্টির সঞ্জয় সিংহ এবং তৃণমূল কংগ্রেসের ডেরেক ও ব্রায়েন ও দোলা সেন।
পাশাপাশিই রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান হরিবংশ নারায়ণ সিংহের বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাবটিও খারিজ হয়ে গিয়েছে। সাসপেন্ড সাংসদদের বিরুদ্ধে ডেপুটি চেয়ারম্যানকে শারীরিকভাবে নিগ্রহের অভিযোগ করেন চেয়ারম্যান এম বেঙ্কাইয়া নাইডু। তিনি বলেন, ‘‘এই ঘটনায় আমি গভীর ভাবে মর্মাহত।’’
ডেপুটি চেয়ারম্যানের বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাবটি খারিজ করার পাশাপাশি তিনি আরও বলেন, ‘‘ওই সাংসদরা সামগ্রিক ভাবে সভার অসম্মান করেছেন। ডেপুটি চেয়ারম্যানকে লক্ষ্য করে কটু মন্তব্য করেছেন। তাই সংসদের অধিবেশনের বাকি সময়ের জন্য তাঁদের সাসপেন্ড করা হচ্ছে।’’ এর পর আধ ঘণ্টার জন্য রাজ্যসভার অধিবেশন মুলতুবি করে দেওয়া হয়।