NE UpdatesIndia & World UpdatesHappeningsBreaking News
মিজোরামে ফের ভূমিকম্প, বাড়িঘরে ফাটলAnother quake in Mizoram, many buildings damaged
২২ জুনঃ সোমবার সকালে ৫.৩ রিখটার ভূকম্পে ফের কেঁপে ওঠে মিজোরাম। এ দিন বৃহস্পতি বা রবিবারের মত শুধু কম্পন অনুভূতিতেই সেরে যায়নি। প্রচুর বাড়িঘরের ক্ষতি হয়েছে। ফাটল ধরেছে রাস্তাতেও। রাজ্য জিওলজি অ্যান্ড মিনারেল রিসোর্সেস ডিপার্টেমেন্ট জানিয়েছে, তবে কোনও প্রাণহানি বা জখম হওয়ার খবর নেই।
ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি সূত্রে জানা গিয়েছে, ভূমিকম্প হয় ভোর ৪টা ১০মিনিটে। উতসস্থল ছিল ভারত-মায়ানমার সীমান্তে, মিজোরামের চাম্পাই জেলার জখাউথরে। ২০ কিমি গভীরে তার সৃষ্টি।
জখাউথরে একটি গির্জারও অনেকাংশ ভেঙে পড়েছে। ভাইখৌতলাঙে একটি স্বাস্থ্য উপকেন্দ্রের অনেকটা ক্ষতিগ্রস্ত হয়৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সকালেই মুখ্যমন্ত্রীর সঙ্গে ফোনে ক্ষয়ক্ষতির খবর নেন৷