India & World UpdatesHappeningsBreaking News
লণ্ডভণ্ড বালেশ্বর, সকালেই আছড়ে পড়ে ওড়িশা উপকূলে
২৬ মে : ইয়াসের দাপটে লন্ডভন্ড হয়ে গেল ওড়িশার বালেশ্বর এবং সংলগ্ন এলাকা। তবে সেভাবে পশ্চিমবঙ্গের ওপর প্রভাব না পড়লেও পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনার কিছু অংশে ভাল প্রভাব পড়েছে।
বুধবার নির্ধারিত সময়ের আগেই ওড়িশায় আছড়ে পড়ে ঘূর্ণিঝড় ইয়াস। সকাল ৯টা ১৫ মিনিট নাগাদ ওড়িশার বালেশ্বরের দক্ষিণে আছড়ে পড়ে ঘূর্ণিঝড়। প্রায় বেলা তিনটে পর্যন্ত তান্ডব চালায়। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস ছিল বুধবার দুপুরে ঘূর্ণিঝড় আছড়ে পড়তে পারে। তবে সেই পূর্বাভাসকে কার্যত ভুল প্রমাণ করে সকাল ৯টা নাগাদ ওড়িশায় আছড়ে পড়ে ঘূর্ণিঝড়। ঘণ্টায় প্রায় ১৩০ কিলোমিটার বেগে বইছে হাওয়া। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, হাওয়া বইছে ১৫৫ কিলোমিটার বেগে। সঙ্গে প্রবল বৃষ্টিও। ওড়িশার জগৎসিংপুর, কেন্দ্রাপাড়া, ভদ্রক, বালেশ্বর ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
ইয়াস’ মোকাবিলায় মঙ্গলবার রাতে বৈঠক করেন ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক। মুখ্যমন্ত্রীর ডাকা ওই বৈঠকে ছিলেন স্পেশ্যাল রিলিফ কমিশনার সহ একাধিক দপ্তরের শীর্ষকর্তারা। খোলা হয়েছে একাধিক ত্রাণশিবির। ইতিমধ্যেই সমুদ্র তীরবর্তী নিচু এলাকার প্রায় আড়াই লক্ষ মানুষকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে অক্সিজেন মজুত করা হয়েছে। বিদ্যুৎ পরিষেবা যাতে ব্যাহত না হয় সেদিকেও খেয়াল রাখা হচ্ছে।