India & World UpdatesHappeningsBreaking News
আর জি কর-কাণ্ডে সঞ্জয়কে আজীবন কারাবাসের নির্দেশ

ওয়েটুবরাক, ২১ জানুয়ারি: আর জি কর মেডিক্যালে চিকিৎসককে ধর্ষণ-খুনের মামলায় আমৃত্যু কারাদণ্ড হলো সঞ্জয় রায়ের । এদিন সাজা ঘোষণার আগেও নিজেকে নির্দোষ বলে দাবি করে সঞ্জয়। বিরলের মধ্যে বিরলতম অপরাধ বলে দাবি করে সঞ্জয়ের সর্বোচ্চ শাস্তির আর্জি জানায় সিবিআই। আদালতে হাজির ছিলেন নিহত চিকিৎসকের মা-বাবা। তাঁদের বক্তব্যও শোনেন বিচারক। সব পক্ষের বক্তব্য শুনে সঞ্জয়ের সাজা ঘোষণা করে আদালত।
নিহত চিকিৎসকের পরিবারকে ১৭ লক্ষ টাকা আর্থিক সাহায্যের নির্দেশ দিয়েছে আদালত। ‘কর্মস্থলে চিকিৎসকের মৃত্যু, তাই রাজ্যকে আর্থিক সাহায্য দিতে হবে’ জানিয়েছেন বিচারক। নিহতের পরিবার আদালতে জানায়, ”আমরা কোনও আর্থিক সাহায্য চাইনি। ক্ষতিপূরণ নয়, বিচার চাই।” তখন বিচারক বলেন, আর্থিক সাহায্যের টাকা নিয়ে কী করবেন, তা আপনাদের ব্যাপার।
বিচারক অনির্বাণ দাস সঞ্জয় রায়কে তার বক্তব্য পেশ করতে বলেন। এদিনও সঞ্জয় জানায়, সে নির্দোষ। তাকে জোর করে দোষী সাব্যস্ত করা হয়েছে। বিচারক স্পষ্ট জানান, সিবিআই তদন্ত, তথ্যপ্রমাণ, সাক্ষ্য, সবটাই বলছে সঞ্জয় রাই দোষী।
এ দিকে, বিস্ফোরক দাবি করেন অভয়ার মা-বাবা। যারা দোষী, তাদের সবাইকে ধরলে অন্তত ৫০ জন গ্রেফতার হবেন বলে চাঞ্চল্যকর দাবি করলেন তাঁরা। তদন্তে গাফিলতির অভিযোগ তুলে সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন তাঁরা।