Barak UpdatesHappeningsBreaking News

কাছাড়ে অক্সিজেন কনসেনট্রেটর পাঠালেন প্রবাসীরা, মেডিক্যালকে প্রদান
Expatriates from London sends oxygen concentrator, handed over to SMCH

ওয়েটুবরাক, ২২ জুন : কাছাড়ের করোনা রোগীদের জন্য অক্সিজেন কনসেনট্রেটর পাঠালেন লন্ডনপ্রবাসী বাঙালিরা। সেখানকার বাঙালিদের সংগঠন বিএইচএ এ ব্যাপারে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। আজ মঙ্গলবার এই অক্সিজেন কনসেনট্রেটরটি রাজ্যের পরিবেশ ও বন, আবগারি এবং মৎস্য মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য শিলচর মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষের হাতে তুলে দেন। প্রবাসে থেকেও যারা জন্মভূমির কোভিড রোগীদের কল্যাণের কথা চিন্তা করছেন তাদের প্রতি মন্ত্রী শুক্লবৈদ্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। মেডিক্যাল কলেজে আয়োজিত এই সংক্ষিপ্ত হস্তান্তর অনুষ্ঠানে কলেজের অধ্যক্ষ ডা. বাবুল কুমার বেজবড়ুয়াও উপস্থিত ছিলেন।

বর্তমান কোভিড পরিস্থিতিতে চিকিৎসকদের কাজের ভূয়সী প্রশংসা করেছেন মন্ত্রী৷ তিনি বলেন, কোভিড আক্রান্ত রোগীরা অনেক ক্ষেত্রে তাদের পরিবার-পরিজন থেকে সেবা পাচ্ছেন না, সেখানে চিকিৎসকরা দীর্ঘক্ষণ পিপিই কিট পরে বিপদের ঝুঁকি নিয়ে কোভিড রোগীদের পরিষেবা দিয়ে যাচ্ছেন।

June 22: An oxygen concentrator was sent by Bangladesh Hindu Association, an organisation of expatriate Bengalis in London for the coronavirus patients of Cachar. On Tuesday, it was handed over to the authorities of Silchar Medical College & Hospital by Minister Parimal Suklabaidya. Minister Suklabaidya expressed his gratitude to those who have been caring for the welfare of COVID patients in their homeland. The Minister stated that Alok Chanda, Haripada Suklabaidya, Amar Baidya and Krishna Dey of Bangladesh Hindu Association, London, UK contacted him and expressed their willingness to donate an oxygen concentrator to Silchar Medical College and Hospital for the treatment of COVID patients, which he handed over to the hospital on their behalf.

Principal of Silchar Medical College and Hospital, Dr. BK Bezbaruah, Vice- Principal, Dr.Bhaskar Gupta, Superintendent, Dr. Abhijit Swami and Deputy Superintendent, Dr.Prasenjit Ghosh were present during the brief handing over ceremony. Suklabaidya also took stock of the status of facilities at SMC&H for COVID patients and asked the health authorities to provide the best of medical care and treatment for their speedy recovery.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker