NE UpdatesBarak UpdatesIndia & World UpdatesHappenings
উদ্ধার হওয়া বন্যপ্রাণী গুয়াহাটি চিড়িয়াখানায় পাঠানো হল, ধৃতদের জেলেExotic animals rescued sent to Guwahati Zoo, 2 arrested & sent to jail
২৯ জুলাই: পাচারকারীদের কবল থেকে উদ্ধার করা ক্যাঙ্গারু, বিরল প্রজাতির তিনটি কচ্ছপ, দুটি লজ্জাবতী বানর এবং ছয়টি কাকাতোয়াকে নিয়ে বুধবার সন্ধ্যায় গুয়াহাটির উদ্দেশে রওয়ানা হয়েছেন কাছাড় জেলার বনকর্মীদের একটি দল৷ এদের সেখানকার চিড়িয়াখানায় রাখা হবে৷ এ ছাড়া, ধৃত ট্রাকচালক ও খালাসিকে জেলে পাঠানো হয়েছে৷ কোভিড টেস্টে নেগেটিভ আসার পরই তাদের বিচার বিভাগীয় হেফাজতে রাখার ব্যবস্থা হয়৷
কাছাড়ের ডিএফও সান্নিদেও চৌধুরী জানিয়েছেন, ক্যাঙ্গারু পাচারের ঘটনা ভারতে বিরলই বলা চলে৷ আর পাচারকারীদের কাছ থেকে উদ্ধার এ-ই প্রথম৷
ধৃত নরসিমহা রেড্ডি ও নবনাথ তুকারাম দাইগুডে সাফাই দেয়, তাঁরা তামিলনাড়ু থেকে আলু নিয়ে মিজোরামে গিয়েছিল৷ ফেরার পথে দুই যুবক রাস্তায় দাঁড় করায়৷ জন্তুগুলি গুয়াহাটি পৌঁছে দিতে বলে৷
কোথায় পৌঁছাত সেগুলি? সে সব জানে না বলেই জবাব দেয় চালক নরসিমহা৷ তার কথায়, ওরা মোবাইল নম্বর দিয়ে বলেছে, গুয়াহাটি গিয়ে ফোন করলেই মানুষ এসে নিয়ে যাবে৷ পরে অবশ্য ওই মোবাইল নম্বরে ফোন করে বনকর্তারা কাউকে পাননি৷ মোবাইল স্যুইচড অফ৷
পুলিশ জানিয়েছে, অসম-মিজোরাম সীমায় কাছাড় জেলার লায়লাপুরে গাড়িতে রুটিন তল্লাশি চলছিল৷ তখনই একটি লরিতে এইসব বন্যজন্তু দেখা যায়৷ কাছেই বনবিভাগের বিট অফিস৷ তাঁদের হাতে মামলাটি তুলে দেওয়া হয়৷ ডিএফও সান্নিদেও চৌধুরী বলেন, এটা বন্যজন্তুর আন্তর্জাতিক পাচারেরই অংশ৷ কচ্ছপ, লজ্জাবতী বানর বিরল প্রজাতির হলেও তাদের বেশি করে ভাবাচ্ছে ক্যাঙারু পাচার৷