India & World UpdatesBreaking News

এগজিট পোল আসলে তিন দিনের মনোরঞ্জন, মন্তব্য প্রদেশ কংগ্রেসের
Exit Polls are nothing but entertainment for 3 days: APCC

২১ মে : দেশের প্রথম সারির কয়েকটি সংবাদ মাধ্যম সাধারণ নির্বাচন নিয়ে যে এগজিট পোল প্রকাশ করেছে সেটিকে তিনদিনের মনোরঞ্জন বলে আখ্যা দিল আসাম প্রদেশ কংগ্রেস। বেশিরভাগ সংবাদ মাধ্যম নিজ নিজ সমীক্ষায় কেন্দ্রে পুনরায় বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকার আসার স্পষ্ট ইঙ্গিত দেওয়ার পরই প্রদেশ কংগ্রেস গুয়াহাটি রাজীব ভবনে এক সাংবাদিক বৈঠক করে এর সত্যতা উড়িয়ে দেয়।

প্রদেশ কংগ্রেসের বরিষ্ঠ মুখপাত্র দুর্গাদাস বড়ো বলেন, আজ পর্যন্ত ৮০ শতাংশ এগজিট পোল মিথ্যা প্রমাণিত হয়েছে। তবে এই তিনদিন এগজিট পোল মনোরঞ্জন করবে। ২০০৪ সালে এগজিট পোলের কথা সত্য হয়নি। মুখপাত্র দাবি করেন, এ বারও এগজিট পোলের একই দশা হবে।

প্রসঙ্গত ২০০৪ সালে বিভিন্ন সংবাদ মাধ্যম এগজিট পোলে অটল বিহারী বাজপেয়ীর নেতৃত্বে পুনরায় বিজেপি সরকার ক্ষমতায় আসবে বলে দাবি করেছিল, যদিও প্রকৃত ফল তার উল্টোটাই হয়।

এর পাশাপাশি ২০১৪ সালের লোকসভা নির্বাচনের ঠিক পরে কয়েকটি রাজ্য বিধানসভার নির্বাচনের ক্ষেত্রে এগজিট পোলের প্রসঙ্গ তিনি উত্থাপন করেন। তখন দিল্লি, বিহার পাঞ্জাব ও গুজরাটে ভোট হয়েছিল। তিনি বলেন, এই রাজ্যগুলোর বিধানসভা নির্বাচনের ফলাফল প্রসঙ্গে বিভিন্ন সংস্থা যে এগজিট পোল প্রকাশ করেছিল, তাতে বিজেপি যত সংখ্যক আসন পেয়ে জয়ী হবে বলা হয়েছিল, ভোট গণনার পর তা অসত্য প্রমাণিত হয়। তিনি এগজিট পোলকে শাসক দলের নির্বাচনী লড়াইয়ের একটা কৌশল বলে উল্লেখ করেন।

তাঁর কথায়, এই অনুমানপূর্বক ফলাফল সম্পূর্ণ পরিকল্পিত এবং ভুল তথ্যের ভিত্তিতে প্রচার করা। এর সত্যতা জানতে সবাইকে ২৩ মে পর্যন্ত অপেক্ষা করতেই হবে। আশঙ্কা ব্যক্ত করে তিনি বলেছেন, এ ধরনের এগজিট পোল প্রকাশ করে বিজেপি বিরোধী রাজনৈতিক দলের কর্মীদের মনোবল ভেঙ্গে দিয়ে ভোট গণনায় বিশেষ প্রভাব খাটানোর এক পন্থা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker