India & World UpdatesHappeningsBreaking News

ফের করোনার ভ্রুকুটি, সতর্ক করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা

২২ আগস্ট ঃ ফের করোনার ভ্রুকুটি গোটা বিশ্বজুড়ে। সেই অভিশপ্ত দিনগুলোর কথা এখনও মন থেকে মুছে যায়নি। এরই মধ্যে নতুন ভ্যারিয়েন্টে চিকিৎসা বিজ্ঞানীদের কপালে চিন্তার ভাঁজ পড়েছে।কয়েক সপ্তাহ ধরে বিশ্বজুড়ে আবারও কোভিডের ঘটনা বাড়ছে। সম্প্রতি করোনার নতুন ও বহুবার রূপান্তরিত একটি ধরন শনাক্ত হয়েছে। ‘বিএ.২.৮৬’ নামের এই ধরনে এরই মধ্যে অনেকেই সংক্রমিত হয়েছেন বা হচ্ছেন।

গত ১৭ জুলাই থেকে ১৩ আগস্ট পর্যন্ত বিশ্ব স্বাস্থ্য সংস্থার সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, ১৪ লাখেরও বেশি মানুষ নতুন করে আক্রান্ত বলে শনাক্ত করা হয়েছে। পাশাপাশি ২ হাজার ৩০০ জনেরও বেশি মৃত্যু হয়েছে। করোনা পরবর্তীকালে দেশগুলোর এই উদাসীনতার তীব্র নিন্দা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সেই সঙ্গে শক্তিশালী পর্যবেক্ষণের আহ্বান জানিয়েছে। এর মধ্যেই নতুন করে করোনার নতুন নতুন ধরন দেখা যায়। সর্বশেষ আবিষ্কার হয় করোনার নতুন ধরন বিএ.২.৮৬। বলা হচ্ছে, এর স্পাইক প্রোটিনের এমাইনো এসিড ৩০ বারের বেশি পরিবর্তিত হয়েছে।

এই পরিবর্তন বা রূপান্তর এর সবচেয়ে ঘনিষ্ঠ উত্তরসূরি ওমিক্রন সাবভেরিয়েন্ট বা উপধরন বিএ.২-এর তুলনায় বেশি। বিএ.২.৮৬ ভেরিয়েন্টটি প্রথম ধরা পড়ে ইসরাইলে। এরপর এটি ডেনমার্ক ও যুক্তরাষ্ট্রে শনাক্ত হয়। বিশেষজ্ঞরা বলছেন, ভ্যাকসিন এখনও সংক্রমণ ও মৃত্যুর বিরুদ্ধে দুর্দান্ত সুরক্ষা দিয়ে চলেছে। বিশেষজ্ঞরা পরামর্শ দিয়েছেন, ওমিক্রন সাবভেরিয়েন্ট এক্সবিবি.১.৫-কে টার্গেট করে কিছু ভ্যাকসিন তৈরি করা হচ্ছে।

জানা গিয়েছে, কোভিড-এর নতুন ভ্যারিয়েন্টে প্রথমবারের মতো আক্রান্ত হয়েছেন ১৯ জন ইসরাইলি। রবিবার সে দেশের একটি সংবাদ মাধ্যম এ কথা জানিয়েছিল। এই ভ্যারিয়েন্টের কথা আগেই জানিয়েছিল হু। জুলাই মাসে এই ভ্যারিয়েন্টের উপস্থিতি প্রথমবার লক্ষ্য করা যায়। প্রফেসর রণিত ক্যালডেরন মার্গালিট, হিব্রু ইউনিভার্সিটি এবং হাদাসাহ মেডিক্যাল সেন্টারের স্কুল অব পাব্লিক হেলথের ডিরেক্টর বলেছেন, এই ভ্যারিয়েন্ট কতটা ভয়ঙ্কর, কেউ জানে না তা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker