NE UpdatesHappeningsBreaking News
ঘুষ নিতে গিয়ে হাতেনাতে ধরা পড়লেন তিনসুকিয়ার একসাইজ সুপারিন্টেন্ডেন্টExcise official & a peon caught red handed while taking bribe in Tinsukia
ওয়েটুবরাক, ৬ মেঃ ঘুষ নিতে ধরা পড়লেন তিনসুকিয়ার আবগারি সুপারিন্টেন্ডেন্ট মানসজ্যোতি দাস। সঙ্গে তাঁর অফিসেরই কর্মী অর্জুন বাসফর। এরা আসলে আসাম পুলিশের ভিজিল্যান্স অ্যান্ড অ্যান্টি করাপসন ব্যুরোর পাতা ফাঁদে পা দিয়ে দেন। পুলিশের কাছে খবর ছিল, মানসবাবু মদ ব্যবসায়ীদের কাছ থেকে প্রতিমাসে উতকোচ আদায় করেন। যে কোনও কাজে গেলে তাঁকে উতকোচ দিতে হয়।
আজ বৃহস্পতিবার তিনসুকিয়ার এক মদ ব্যবসায়ীর কাছ থেকে ঘুষের টাকা নেওয়ার সময় ভিজিল্যান্স অ্যান্ড অ্যান্টি করাপসন ব্যুরো মানসজ্যোতি ও অর্জুনকে হাতেনাতে ধরে ফেলেন। পুলিশের এডিজিপি জিপি সিংহ জানিয়েছেন, ফাঁদ পাতা সফল হয়েছে। ধৃতদের গুয়াহাটি নিয়ে যাওয়া হচ্ছে। শুক্রবার বিশেষ আদালতে তোলা হবে তাদের।
A trap has been successfully laid at Tinsukia and apprehended 1) Shri Manshjyoti Das, Supdt of Excise Tinsukia 2) Shri Arjun Basfore (off-roll employee) of same office, while accepting bribe money. Further, search is continuing. @DIR_VAC_ASSAM @CMOfficeAssam pic.twitter.com/rSe4vfjsLn
— GP Singh (@gpsinghassam) May 6, 2021