NE UpdatesAnalyticsBreaking News
ত্রিপুরায় এসমা প্রয়োগ, ১৮ নার্সকে শোকজESMA implemented in Tripura, 18 nurses show-caused
১০ মার্চ : কোভিড-১৯ এর প্রেক্ষিতে গোটা দেশজুড়ে লকডাউনের মধ্যে বৃহস্পতিবার রাতে এসমা আইন প্রয়োগ করল ত্রিপুরা সরকার। এ নিয়ে নিজের ফেসবুক পেজে একটি পোস্ট করেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব।
রাজ্যে এই আইন জারি করে মুখ্যমন্ত্রী পেজে লিখেন, জনগণের সুবিধার কথা চিন্তা করে আরও ভালভাবে করোনা ভাইরাস মোকাবিলায় আজ থেকে রাজ্যে এসেনশিয়াল সার্ভিস ম্যানেজমেন্ট অ্যাক্ট বলবত করা হয়েছে।
উল্লেখ্য, গত দুদিন ধরে এন-৯৫ মাস্ক ও উন্নতমানের গ্লাভসের দাবি জানিয়ে রাজ্যের কয়েকজন স্বাস্থ্যকর্মী আন্দোলনে গিয়েছিলেন। তবে রাজ্য সরকার এই আন্দোলনকে সহজভাবে নেয়নি। বৃহস্পতিবার সন্ধ্যায় ত্রিপুরা সরকারের স্বাস্থ্য বিভাগের সচিব সাংবাদিকদের জানান, ১৮ জন নার্সকে শো-কজ করা হয়েছে। তিনি বলেন, এই স্বাস্থ্যকর্মীদের ব্যবহারে অন্য কর্মীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এরপরই এ দিন রাতে গোটা রাজ্যজুড়ে এসমা প্রয়োগ করা হয়।