Barak UpdatesBreaking News

রংপুরে গাড়ি পুকুরে পড়ে দিদিমা-নাতনির মৃত্যু
Two dead in a road mishap at Rongpur, Silchar

১৪ অক্টোবরঃ রংপুরে  দুর্ঘটনায় প্রাণ হারালেন দুইজন। নিহত জুমারুন নেসা মজুমদার ও লিপি বেগম লস্কর দিদিমা-নাতনি। রংপুর এডিসি গলি তথা আব্দুল সাত্তার লেনে ঢোকার সময়ে চালক নিয়ন্ত্রণ হারালে গাড়িটি পুকুরে পড়ে যায়। ঘটনা রাত ১১টা নাগাদ। চালক বেঁচে গেলেও দিদিমা-নাতনি দুইজনই প্রাণ হারান। এলাকাবাসী তাঁদের উদ্ধার করে দ্রুত শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিতসকরা মৃত বলে ঘোষণা করেন।

এলাকাবাসী জানিয়েছেন, চালকও পুকুরে পড়ে গিয়েছিলেন। স্থানীয় জনতার সহযোগিতায় তিনি বেরিয়ে পারে উঠেই উধাও হয়ে যান। যাত্রী দুইজনকে বের করে আনতে উদ্ধারকারীদের প্রচুর বেগ পেতে হয়। কোনও দরজা খোলা যাচ্ছিল না। পরে গাড়ির কাঁচ ভেঙে টেনে বের করা হয় তাঁদের।

১০ বছর বয়সী লিপির বাড়ি দুধপাতিল মধুরামুখ এলাকায়। দাদুর বাড়ি দুর্ঘটনাস্থলের কাছেই, রংপুর চতুর্থ খণ্ডে। দুধপাতিল থেকে ফেরার পথে আব্দুল সাত্তার লেনে এক আত্মীয়ের বাড়িতে যাচ্ছিলেন দিদিমা-নাতনি। কিন্তু সেখানে পৌঁছা আর হয়ে উঠল না তাঁদের। মৃত্যুর খবরে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। মধুরামুখ থেকেও লিপির পরিজনেরা ছুটে গিয়েছেন। কিন্তু কে কাকে শান্ত্বনা দেয় !

 

October 14: Two persons lost their lives in a street accident at Rongpur. They are Jomarun Nesa Majumder and Lipi Begum, a child and her grandmother. The driver lost control and fell into a pond while entering the Abdul Sattar Lane at Rongpur, Silchar. The incident took place at around 11 in the night. Though the driver of the vehicle fled away and saved his own life, yet the child and her granddaughter lost their lives. People of the locality tried hard and brought them out from the half immersed car. They were at once rushed to Silchar Medical College and Hospital. But the doctors declared them to have been brought dead.

The 10 years old Lipi is a resident of ্Dudhpatil Madhuramukh. She went to her maternal grandparents house, which is very near to the spot of the accident. However, her desire to pass some happy moments in her grandfather’s house could not be materialized. Lipi (10) lost her life along with her grandmother (50) in this painful accident. The news of their death has cast a spell of sorrow throughout the locality. Lipi’s kith and kin from Dudpatil have also rushed to the spot of the accident. But, alas! they could not see their dear Lipi alive.


 

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker