NE UpdatesIndia & World UpdatesBreaking News
EPFO শীর্ষে দিল্লি-গোয়া, একেবারে নিচে আসাম, ত্রিপুরা, মেঘালয়
৫ নভেম্বর : কর্মচারীদের ভবিষ্যত নিধি সংস্থার (EPFO) কভারেজের দিক থেকে দিল্লি এবং গোয়া দেশের মধ্যে শীর্ষস্থানে রয়েছে। বিপরীতে আসাম, ত্রিপুরা এবং মেঘালয় তালিকার নীচে রয়েছে৷ ১ নভেম্বর প্রকাশিত EPFO-এর ভিশন ডকুমেন্ট অনুসারে, সংগঠনের সামাজিক নিরাপত্তা ব্যবস্থার মধ্যে দিল্লি এবং গোয়া যথাক্রমে তাদের কর্মরত জনসংখ্যার ৬১.৫ শতাংশ এবং ৫১.৪ শতাংশ নিয়ে প্রথম এবং দ্বিতীয় স্থানে রয়েছে৷ EPFO-এর আওতায় কর্মরত জনসংখ্যার ৩৫.৩ শতাংশ নিয়ে হরিয়ানা তৃতীয় স্থানে রয়েছে। তারপরে কর্ণাটক ২৯.৬ শতাংশ এবং উত্তরাখণ্ড ২৬.৭ শতাংশ।।
EPFO কভারেজ ত্রিপুরা, আসাম এবং মেঘালয়ে সবচেয়ে কম। ২৬টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মধ্যে ১৫টির জন্য কর্মরত জনসংখ্যার EPFO কভারেজের যে ডেটা পাওয়া যায়, তাতে দেখা গেছে জাতীয় গড় ১৩.৫ শতাংশের নীচে। EPFO দ্বারা মাধ্যমে কভারেজ দেওয়া কাজে নিযুক্ত বিভিন্ন বয়সের জনসংখ্যার ভিত্তিতে মহারাষ্ট্র ১১.৯ মিলিয়ন EPFO গ্রাহক নিয়ে তালিকার শীর্ষে রয়েছে, তারপরে রয়েছে কর্ণাটক এবং তামিলনাড়ু। সম্প্রতি আসাম গ্রামীণ স্বচ্ছতার পরিসংখ্যানের ভিত্তিতে অন্য দুটি রাজ্যের সঙ্গে সবচেয়ে খারাপ পারফরম্যান্স দেওয়া রাজ্য হিসেবে পরিচিতি পেয়েছে।