Barak UpdatesHappeningsBreaking News
৩০-৩১ মার্চ রাতে বাইরের কেউ চা বাগান এলাকায় ঢুকতে পারবেন নাEntry prohibited at night in Tea Estates on 30 & 31 March
Step taken to prohibit distribution of money, materials & liquor to influence voters
ওয়েটুবরাক, ২৭ মার্চ : আগামী ১ এপ্রিল অনুষ্ঠিতব্য নির্বাচনে কাছাড়ের সাতটি বিধানসভা আসনে যাতে কোনও হিংসাত্মক ঘটনা না ঘটে দুষ্কৃতীদের তৎপরতা বা বিভিন্ন এলাকায় ভোটারদের প্রভাবিত করতে ধুতি, শাড়ি, কম্বল, মদ, খাদ্যসামগ্রী বণ্টন না হয় সে ব্যাপারে তৎপরতা শুরু করেছে জেলা প্রশাসন৷ সঙ্গে বাহনে বড় অংকের অর্থ বহনের আশংকায় সমগ্র এলাকায় ভারতীয় দন্ডবিধির ১৪৪ ধারা অনুযায়ী কয়েকটি নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
ওই আদেশে বিনা কারণে কেউ এ ধরনের কোনও সামগ্রী নিয়ে যেতে পারবেন না। আগামী ৩০ ও ৩১শে মার্চ এ ধরনের জিনিষপত্রের আদান-প্রদান সম্পূর্ণভাবে নিষিদ্ধ থাকবে। এ ছাড়া চা বাগানগুলিতে শুধু বাগান সম্পর্কিত ব্যক্তিরা ছাড়া ৩০ শে মার্চ সন্ধ্যা ৭ টা থেকে ৩১ মার্চ সকাল সাতটা এবং ৩১ মার্চ বিকেল ৫ টা থেকে ১ এপ্রিল সকাল সাতটা পর্যন্ত কেউ বাগানে যেতে পারবেন না বলে নিষেধাজ্ঞা জারি হয়েছে৷