NE UpdatesBarak UpdatesBreaking News
নদীতে ঝাঁপ দিয়ে সন্ধানহীন বাবা-মা-ছেলে, বরাতজোরে বাঁচল মেয়েটিEntire family of 4 jumps into river to save each other, 3 went missing
২৪ জুলাই : আসামের চরাইদেও জেলায় নদীতে ডুবে একই পরিবারের তিন সদস্য নিখোঁজ হয়েছেন। পুলিশ জানিয়েছে, মঙ্গলবার সন্ধ্যায় সোনারির তাওকাক নদীতে ডুবে যান স্বামী স্ত্রী ও তাদের ছেলে। তবে পরিবারের একমাত্র সদস্য হিসেবে কন্যা সন্তানকে জীবিত উদ্ধার করা হয়েছে। বুধবার সকালে ১৩ বছরের ওই মেয়েটিকে উদ্ধারের পরই পুলিশ এ ঘটনা সম্পর্কে জানতে পেরেছে। এই তিন সদস্যকে খুঁজে বের করতে তৎপর রয়েছে পুলিশ। অভিযানে নেমেছে উদ্ধারকারী দলও।
উদ্ধার হওয়া তেরো বছরের মেয়েটির বয়ান অনুযায়ী, মঙ্গলবার সন্ধ্যায় নদীতীরে পরিবারের সবাই বেড়াতে গিয়েছিলেন। হঠাৎ করে সে নদীতে পড়ে গেলে তাকে বাঁচাতে ঝাঁপ দেয় তার ভাই। আর তখনই ছেলেমেয়েকে নদীতে ডুবে যেতে দেখে মা বাবা দুজনে তাদের উদ্ধারে নদীতে ঝাঁপ দেন। কিন্তু বরাতজোরে মেয়েটি কোনওমতে বেঁচে গেলেও পরিবারের অন্য তিনজনকে আর খুঁজে পাওয়া যায়নি।
এদিকে স্থানীয় বাসিন্দাদের মধ্যে অনেকেই এই ঘটনাটিকে আত্মহত্যা বলে মনে করছেন। তাঁদের বক্তব্য অনুযায়ী, গত কিছুদিন থেকেই নাকি ক্ষুদ্র ব্যবসায়ী প্রদীপ পালের ব্যবসা ভালো যাচ্ছিল না। আর্থিক টানাপোড়েনে তিনি দোকান ও ঘরভাড়া সময়মতো পরিশোধ করতে পারেননি। আর এ জন্যই পুরো পরিবারটি আত্মহত্যার পথ বেছে নেয়। তবে বরাতজোরে মেয়েটি বেঁচে যায়। চরাইদেও জেলার পুলিশ সুপার আনন্দ মিশ্র জানিয়েছেন, নিখোঁজ তিন জনকে উদ্ধারের চেষ্টা চলছে। তাদের খোঁজে নদীতে এসডিআরএফ বাহিনীকেও নামানো হয়েছে।