Barak UpdatesBreaking News
খোলা বাজারে অত্যাবশ্যকীয় সামগ্রীর দাম দেখতে এনফোর্সমেন্ট টিমEnforcement Team formed to check price of essential commodities
১৬ নভেম্বর : খোলা বাজারে অত্যাবশ্যকীয় সামগ্রী সঠিক দামে বিক্রি হচ্ছে কিনা এবং নীতিবিরুদ্ধ কাজকর্ম রোধ করার জন্য সরকারি নির্দেশ অনুযায়ী একটি এনফোর্সমেন্ট টিম গঠন করা হয়েছে। এই দলে রয়েছেন খাদ্য ও অসামরিক সরবরাহ বিভাগের আধিকারিক এবং পুরসভার প্রতিনিধিরা। এই দলটিকে দুটি ভাগ করে কয়েকজন আধিকারিককে পৃথক পৃথক কাজের দায়িত্ব দেওয়া হয়েছে।
টিম এ তে রয়েছেন তাপস পোদ্দার, সরিপা বেগম খান, মুন পাল গৌতম চক্রবর্তী এবং পুরসভার এক প্রতিনিধি। টিম বি-তে রয়েছেন দীপেন শর্মা শামসুল হক, মাঝারভূইয়া, রাজকমল শর্মা, দীপক কুমার মলিন এবং শিলচর পুরসভার এক প্রতিনিধি। তারা বিভিন্ন খোলা বাজার এবং বিভিন্ন স্থান পরিদর্শন করবেন বলে জানা গেছে।