NE UpdatesBarak UpdatesHappeningsBreaking News

বিতর্ক উড়িয়ে হিতেশ দেবশর্মাই এনআরসি-র রাজ্য সমন্বয়ক
Ending all speculations, Hitesh Deb Sharma formally takes charge as state NRC Coordinator

২৫ ডিসেম্বর : আসামে এনআরসি রাজ্য সমন্বয়কের দায়িত্ব আনুষ্ঠানিকভাবে সমঝে নিলেন হিতেশ দেবশর্মা। প্রতীক হাজেলা মধ্যপ্রদেশ চলে যাওয়ার পর তাঁকে নাগরিকপঞ্জির রাজ্য সমন্বয়ক হিসেবে নিয়োগ করা হয়েছিল। কিন্তু সোশ্যাল মিডিয়ায় তাঁর কয়েকটি পোস্ট ঘিরে তুমুল বিতর্কের সৃষ্টি হয়। এর বিরুদ্ধে কিছু মানুষ সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন। কিন্তু যাবতীয় বিতর্ককে উড়িয়ে রাজ্য সরকার মঙ্গলবার তাঁকে এই পদে বহাল করেছে।

এ দিন সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে দেবশর্মা বলেন, একজন সরকারি আধিকারিক হিসেবে তিনি সংবিধানের কাছে দায়বদ্ধ। এর পাশাপাশি তিনি অসমিয়া জাতির প্রতিও দায়বদ্ধ বলে এ দিন উল্লেখ করেন। আরও বলেন, এই কাজের সঙ্গে তিনি আগেও যুক্ত থাকায় এতে তাঁর মোটেই অসুবিধে হবে না।

প্রসঙ্গত, এই আধিকারিককে নিয়ে বিতর্ক তুঙ্গে ওঠায় গত নভেম্বরে তাঁকে এনআরসি রাজ্য সমন্বয়কের দায়িত্ব সমঝে দেয়নি সরকার। তাঁর নিয়োগ নিয়ে প্রশ্ন ওঠায় তিনি এক মাসের জন্য ছুটিতে চলে গিয়েছিলেন। এরপর বাবুলাল শর্মাকে ভারপ্রাপ্ত সমন্বয়কের দায়িত্ব দেওয়া হয়েছিল। কিন্তু ছুটি কাটিয়ে আসার পর তাঁকে এই পদে নিয়োগের ছাড়পত্র দিল রাজ্য সরকার।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker