Barak UpdatesBreaking News
এনকেফেলাইটিসঃ বৃষ্টির জন্য প্রতিবাদী কর্মসূচি স্থগিতEncephalitis: Protest demonstration postponed due to rains
২০ জুনঃ বিহারে এনকেফেলাইটিসে দেড়শো শিশুমৃত্যুর ঘটনায় বৃহস্পতিবার শহিদ ক্ষুদিরামের মূর্তির পাদদেশে যে প্রতিবাদী জমায়েতের আহ্বান করা হয়েছিল, প্রবল বৃষ্টিপাতের দরুন তা স্থগিত রাখা হয়। পরবর্তী তারিখ শীঘ্র চূড়ান্ত করে জানানো হবে বলে আহ্বায়করা জানিয়েছেন। তাঁদের অভিযোগ, সরকারি গাফিলতির দরুনই মাত্র কিছুদিনে এত শিশুর মৃত্যু হল। এ ছাড়া, মশাবাহিত রোগটি এই অঞ্চলেও ছড়িয়ে পড়তে পারে বলে তাঁরা আশঙ্কা ব্যক্ত করছেন। কারণ শিলচর শহরেও আবর্জনা পাহাড় জমে থাকে। নালা-নর্দমা ভরে রয়েছে। তাঁরা পুরসভার প্রতি নিয়মিত শহর পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার দাবি জানান।
পুরসভা অবশ্য বিহারের এনকেফেলাইটিসে এখানকার সাধারণ মানুষের উদ্বেগের দরুন সাফাই অভিযান তীব্রতর করেছে। বহু জায়গায় নর্দমা পরিষ্কারে দেখা গিয়েছে পুরকর্মীদের।