Barak UpdatesHappeningsCultureBreaking News

Eminent personalities gather in the closing ceremony of silver of Daffodils School
ডেফোডিলস স্কুলের ২৫ বছর পূর্তির সমাপ্তি অনুষ্ঠানে বিশিষ্টদের সমাবেশ

৩০ জানুয়ারি: শিলচরের মত শহরে ২৫ বছর আগে একটি বেসরকারি ইংরেজি মাধ্যমের স্কুল খোলা সহজ কাজ ছিল না৷ তা-ই করে দূরদর্শিতার প্রমাণ স্বাক্ষর রেখে গেলেন ডেফোডিলস স্কুলের প্রতিষ্ঠাতা নির্মলেন্দু দে৷ ২৫ বছর পূর্তির সমাপ্তি অনুষ্ঠানে বৃহস্পতিবার এ কথাই বললেন শহরের বিশিষ্টজনেরা৷

এ দিন প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের সূচনা করেন বিধায়ক দিলীপকুমার পাল, গুরুচরণ কলেজের প্রাক্তন অধ্যক্ষ ড. তাপসশঙ্কর দত্ত এবং আসাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য অধ্যাপক তপোধীর ভট্টাচার্য৷ ছিলেন স্কুলের অধ্যক্ষ সুব্রত দে, উপাধ্যক্ষা বাবি দত্ত দে-ও৷

মূলত এই অনুষ্ঠান বিশিষ্টজনদের মেলায় পরিণত হয়েছিল৷ শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি, ক্রীড়া, সমাজসেবা, চিকিৎসা, সংগঠন সহ সমস্ত ক্ষেত্রের বিশিষ্ট ব্যক্তিদের সংবর্ধনা জানানো হয়৷

বাদল দে, সৌরীন্দ্রকুমার ভট্টাচার্য, সঞ্জীব দেবলস্কর, জয়া দেব, জ্যোতিলাল চৌধুরী, অমিত সিকিদার, ডা. দেবীদাস দত্ত, ডা. সুমিত দাস, সন্তোষ চক্রবর্তী, সুমিত্রা দত্ত, অজয় চক্রবর্তী, বীজেন্দ্রপ্রসাদ সিং, জওহর গুপ্ত, গোরা চক্রবর্তী, প্রদীপ দাস, সঞ্জীব রায়, তমোজিত ভট্টাচার্য, সুদর্শন গুপ্ত, পঙ্কজ নাথ, অভিজিত ধর, সৌমিত্রশঙ্কর চৌধুরী, সৌমেন পালচৌধুরী, শিল্পী পালচৌধুরী প্রমুখকে মঞ্চে ডেকে রৌপ্য জয়ন্তীর স্মারক প্রদান করা হয়৷ স্মারকে সম্মানিত করা হয় বরাক ভ্যালি ভলান্টারি ব্লাড ডোনারস ফোরাম, সক্ষম, গৌড়ীয় নৃত্যকলা ভারতী, ঋত্বিজ, রোটারি ক্লাব পিঙ্ক, মৈত্রেয়ী সংঘ, লায়নেস ক্লাবকেও৷

একই সঙ্গে হয় স্কুলের পুরস্কার বিতরণী অনুষ্ঠান৷ শুক্রবার সন্ধ্যা ৫টায় সমাপ্তি অনুষ্ঠানের সমাপ্তি পর্বে রয়েছে সাংস্কৃতিক সন্ধ্যা৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker