Barak UpdatesHappeningsBreaking News
রেজিস্ট্রার ও কলেজ অধ্যক্ষদের আলোচনায় ডাকল প্রশাসনEmergent meeting of Registrar & Principals convened by dist administration
Meeting convened to discuss the issue of online mode of exam as demanded by students
৫ এপ্রিল : পড়ুয়াদের আন্দোলনে উদ্ভুত পরিস্থিতি মোকাবিলায় এ বার এগিয়ে এসেছে কাছাড় প্রশাসনই। সোমবার দুপুরে কাছাড়ের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এক চিঠি পাঠিয়ে আসাম বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ও বিভিন্ন কলেজের অধ্যক্ষকে এক জরুরি বৈঠকে আহ্বান করেছেন। এ দিন এ সংক্রান্ত জরুরি সভা বিকেল তিনটায় জেলাশাসকের কনফারেন্স হলে অনুষ্ঠিত হবে।
প্রসঙ্গত, গত শনিবার থেকে পড়ুয়াদের আন্দোলনের প্রেক্ষিতে রবিবার কাছাড় জেলা প্রশাসন আসাম বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ও বিভিন্ন কলেজের অধ্যক্ষকে এক চিঠি পাঠিয়ে বলেছিলেন, পড়ুয়াদের এই আন্দোলনকে শিক্ষা প্রতিষ্ঠানের চত্বরেই সীমাবদ্ধ রাখতে। কারণ ছাত্রদের দাবি দাওয়া বিশ্ববিদ্যালয় বা কলেজ কর্তৃপক্ষেরই সমাধান করতে হবে। ফলে এ নিয়ে সাধারণ মানুষের ভোগান্তি বা আইন শৃঙ্খলার অবনতি মোটেই কাম্য নয়। তাছাড়া ছাত্রদের আন্দোলন সংক্রান্ত ঘটনার পুনরাবৃত্তি হলে ঘটনাস্থলে শিক্ষা প্রতিষ্ঠানের কর্তাদের উপস্থিত থাকতেও ওই চিঠিতে বলা হয়েছিল। কিন্তু সোমবার ফের আন্দোলনের ফলে জরুরি সভা ডেকেছে কাছাড় জেলা প্রশাসন।