India & World UpdatesHappeningsBreaking News
রামমন্দিরে বিদ্যুতের লাইন দিয়ে জল পড়ছে, সাফাই চেয়ারম্যানের
ওয়েটুবরাক, ২৫ জুন : রামমন্দির নির্মাণে প্রযুক্তি, সরঞ্জাম বা অন্য কোনও ত্রুটি নেই। বিদ্যুতের লাইনগুলি দিয়ে জল পড়ছে। এ কথা জানিয়ে অযোধ্যায় শ্রীরামজন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের মন্দির নির্মাণ কমিটির চেয়ারম্যান নৃপেন্দ্র মিশ্র জানান, দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
মন্দিরের প্রধান পুরোহিত আচার্য সত্যেন্দ্র দাস অবশ্য বলেন, “উদ্বোধনের পর প্রথম বর্ষাতেই মন্দিরের ছাদ চুঁইয়ে গর্ভগৃহে জল পড়তে শুরু করেছে। যেখানে রামলালা রয়েছেন সেই জায়গার জল থই থই অবস্থা। এই পরিস্থিতিতে শর্ট সার্কিট যাতে না হয়ে যায়, সে জন্য ভোর ৪টে ও সকাল ৬টার আরতি টর্চের আলোতে করতে হচ্ছে।” রীতিমতো ক্ষোভ উগরে মন্দিরের প্রধান পুরোহিত আরও বলেন, “যদি দু’একদিনের মধ্যে কোনও ব্যবস্থা না করা হয় তাহলে বাধ্য হয়েই আমাদের পূজাপাঠ বন্ধ করতে হবে। ভক্তদের জন্যও বন্ধ করে দেওয়া হবে মন্দিরের দরজা।”