NE UpdatesHappeningsBreaking News
বিটিএডিতে জ্বলল ইউপিপিএল-এর নির্বাচনী কার্যালয়
Election office of UPPL set to fire in BTAD

১২ মার্চ : রাজ্য নির্বাচন কমিশন বুধবার আনুষ্ঠানিকভাবে বিটিসি নির্বাচনের সূচি ঘোষণা করার পরই বিটিএডি এলাকায় জারি হল নির্বাচনী অধিনিয়ম। কিন্তু তার ঠিক কয়েক ঘন্টা পরেই চিরাং জেলার ঢালিগাও থানার অন্তর্গত ভিরালগাঁওয়ে ইউপিপিএল-এর নির্বাচনী কার্যালয় রাতে অজ্ঞাত দুষ্কৃতীরা জ্বালিয়ে দিয়েছে।
প্রসঙ্গত, রাত প্রায় বারোটা পর্যন্ত এই কার্যালয়ে ইউপিপিএল-এর কর্মীরা ছিলেন। কিন্তু তার ঠিক পরেই যখন কর্মীরা কার্যালয় ছেড়ে চলে যান, তখনই দুষ্কৃতীরা এটি জ্বালিয়ে দেয়। ইউপিপিএল দলের নেতা মনোহর খাকলারি বলেন, তাদের দলের প্রতি মানুষের সমর্থন দেখে বিরোধী দল বিপিএফ এই কাজ করেছে। ঘটনার খবর পেয়ে সেখানে ছুটে গেছে পুলিশ।