Barak UpdatesBreaking News

১৪ দিনের জেল হেফাজতে অতসী
Election office bribery: Atasi sent behind bars for 14 days

৪ এপ্রিল : ঘুষ কাণ্ডে অভিযুক্ত কাছাড়ের জেলাশাসকের নির্বাচনী কার্যালয়ের বড়বাবু অতসী দত্ত তরফদারকে শেষমেশ জেলে পাঠানো আদালত। বুধবার আদালতের নির্দেশে তাকে ১৪ দিনের জন্য জেলে পাঠানো হয়। পুলিশের দুর্নীতি দমন শাখার ডিএসপি জিতেন চক্রবর্তী জানিয়েছেন আগামী ১৭ এপ্রিল পুনরায় অভিযুক্ত অতসীকে আদালতে তোলা হবে।

এর আগে গত রবিবার কামরূপ সিজেএম আদালতে তাকে তুলে ৩ দিনের রিমান্ডে নিয়ে যাওয়া হয়েছিল। রিমান্ডের মেয়াদ শেষ হওয়ায় বুধবার তাকে গুয়াহাটির গৌতম বরুয়ার বিশেষ আদালতে তোলা হয়। এরপরই আদালত তাকে ১৪ দিনের জেল হাজতে পাঠায়।

প্রসঙ্গত, ২৮ মার্চ ঘুষ নিতে গিয়ে হাতেনাতে ধরা পড়েন অতসী। সুজিত চন্দ নামের এক ব্যক্তির কাছ থেকে ৩০ হাজার টাকা ঘুষ নেওয়ার সময় অতসীকে হাতেনাতে গ্রেফতার করেন দুর্নীতি দমন শাখার অফিসাররা। তাকে ধরতে ৫ দিন ধরে এই দলটি শিলচরে অবস্থান করছিল।

এরপর গত শনিবার সকলে শিলচর নতুনপট্টিতে থাকা অতসীর ফ্ল্যাটে অভিযান চালায় দুর্নীতি নিবারণ শাখার ৯ জনের দলটি। প্রায় তিন ঘন্টা ধরে এই তল্লাশি চলে। অভিযানকারী দলটি অতসীর ঘর থেকে বেশ কয়েকটি ব্যাংকের পাসবুক, জীবন বিমার পলিসি সহ বহু নথিপত্র বাজেয়াপ্ত করে। তবে অভিযানের সময় অতসীর বাড়ি থেকে কোনও নগদ অর্থ বা সোনাদানা উদ্ধার হয়নি। এরপরই তাকে নিয়ে গুয়াহাটি পাড়ি দেয় অ্যান্টি করাপশন শাখা।

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker