India & World UpdatesHappeningsBreaking News
নির্বাচনে জয়ী হয়ে কোনও বিজয় উৎসব নয়, নির্দেশ কমিশনেরElection Commission bans victory rallies
২৭ এপ্রিল ঃ সারা দেশে কোভিড সংক্রমণ মারাত্মক বেড়ে যাওয়ায় মঙ্গলবার নির্বাচন কমিশন জানিয়ে দিয়েছে, ২ মে ভোট গণনার পর যেকোনও ধরনের বিজয় উৎসব ও সমাবেশের ওপর নিষেধাজ্ঞা জারি থাকবে। সব রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিককে লেখা এক আদেশে কমিশন বলেছে, কোভিড সংক্রমণ বেড়ে যাওয়ায় ভোটগণনার ক্ষেত্রে বিশেষ নিয়মকানুন লাগু করা হয়েছে। ২ মে ভোট গণনা শেষ হওয়ার পর বিজয় উৎসবের জন্য অনুমতি দেওয়া হবে না। এমনকি কোনও প্রার্থী ভোটে জয়ী হওয়ার পর সার্টিফিকেট গ্রহণের সময় দুজনের বেশি লোক নিয়ে যেতে পারবেন না।
প্রসঙ্গত, মাদ্রাজ হাইকোর্ট সোমবার দেশে কোভিডের দ্বিতীয় ঢেউ আছড়ে পড়ার জন্য শুধুমাত্র দেশের নির্বাচন কমিশনকেই দায়ী করেছে। এমনকি মুখ্য বিচারপতি সঞ্জীব ব্যানার্জি বর্তমান কোভিড মহামারির মধ্যে রাজনৈতিক সমাবেশের অনুমতি দেওয়ার জন্য নির্বাচন কমিশনের কর্তাদের বিরুদ্ধে খুনের মামলা দায়ের করার পক্ষে বলেছেন।