NE UpdatesBarak UpdatesHappeningsBreaking News

দু’দিনের সফরে বুধবার রাতেই শিক্ষামন্ত্রী বরাকে
Education Minister to be on a 2-day tour of Barak Valley on Wednesday

৯ জুন : দু দিনের বরাক উপত্যকা সফরসূচি নিয়ে ৯ জুন শিলচর আসছেন রাজ্যের শিক্ষামন্ত্রী রনোজ পেগু। ৯ জুন বেলা সাড়ে বারোটায় দিসপুর থেকে সড়কপথে রওনা হয়ে মন্ত্রী পেগু শিলচর সার্কিট হাউসে পৌঁছবেন এবং সার্কিট হাউসে রাত্রিযাপন করবেন। ১০ জুন সকাল সাড়ে আটটায় মন্ত্রী পেগু কাছাড়ের ইন্সপেক্টর অব স্কুলস, জেলা,প্রাথমিক শিক্ষা আধিকারিক, খণ্ড প্রাথমিক শিক্ষা আধিকারিকদের সঙ্গে বৈঠকে মিলিত হবে। এরপর মন্ত্রী শিলচর নিট ও মহিলা কলেজ পরিদর্শন করবেন। বেলা এগারোটা নাগাদ মন্ত্রী বিজেপি কার্যালয়ে দলীয় কর্মীদের সঙ্গে বৈঠকে মিলিত হবেন।

Rananuj

বেলা একটা নাগাদ মন্ত্রী একে চন্দ আইন মহাবিদ্যালয়ে যাবেন। সেখান থেকে যাবেন বড়খলা মডেল কলেজ পরিদর্শনে। বেলা দুটো নাগাদ মন্ত্রী পেগু হাইলাকান্দি সার্কিট হাউসের উদ্দেশে যাত্রা করবেন। হাইলাকান্দি সার্কিট হাউসে রাত্রি যাপন করে পরদিন ১১ জুন সকাল সাড়ে আটটায় মন্ত্রী বিজেপি দলের কর্মীদের সঙ্গে বৈঠকে মিলিত হবেন। সকাল সাড়ে নয়টায় রনোজ পেগু হাইলাকান্দির জেলাশাসকের কনফারেন্স হলে জেলাশাসক, অতিরিক্ত জেলাশাসক, শিক্ষা, পূর্ত সহ বিভিন্ন সরকারি বিভাগের আধিকারিকদের সঙ্গে এক রিভিউ মিটিঙয়ে অংশগ্রহণ করবেন। এরপর মন্ত্রী করিমগঞ্জের উদ্দেশে যাত্রা করবেন।

করিমগঞ্জ আবর্ত ভবনে দুপুরের আহারের পর তিনি করিমগঞ্জের রবীন্দ্র সদন গার্লস কলেজ পরিদর্শন করবেন। তারপর করিমগঞ্জ বিএড কলেজ পরিদর্শন করে বেলা একটা নাগাদ তিনি বিজেপি কার্যালয়ে দলীয় কর্মীদের সঙ্গে বৈঠক করবেন। তারপর মন্ত্রী দীনদয়াল উপাধ্যায় ডিগ্রি কলেজ পরিদর্শন করে বেলা দুটো নাগাদ সড়কপথে গুয়াহাটির পথে যাত্রা করবেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker