NE UpdatesBarak UpdatesHappeningsBreaking News
৪৮ ঘণ্টা প্রচার করতে পারবেন না, হিমন্তকে কমিশনের শাস্তিECI bars Himanta from participating in poll campaign for 48 hours
ওয়েটুবরাক, ২ এপ্রিল: আগামী ৪৮ ঘণ্টা কোনও ধরনের নির্বাচনী প্রচার করতে পারবেন না নেডা-র আহ্বায়ক ড. হিমন্ত বিশ্ব শর্মা৷ ভারতের নির্বাচন কমিশন তাঁকে শাস্তি দিয়ে জানায়, ওই সময় তিনি কোনও নির্বাচনী সভায় বক্তৃতা করতে পারবেন না৷ মিছিলে হাঁটা, সংবাদ মাধ্যমে সাক্ষাৎকারেও নিষেধ করা হয়েছে৷ আসাম প্রদেশ কংগ্রেস একে তাদের জয় বলে দাবি করেছে৷ তাঁদের অভিযোগের ভিত্তিতেই এই শাস্তিমূলক ব্যবস্থা নিল কমিশন৷
ভোটে জিতে বিটিসি চিফ হাগ্রামা মহিলারিকে এনআইএ দিয়ে গ্রেফতার করা হবে বলে হুমকি দিয়েছিলেন মন্ত্রী ড. শর্মা৷ কংগ্রেসের পক্ষ থেকে একে আদর্শ আচরণ বিধি বলে উল্লেখ করে কমিশনে নালিশ জানানো হয়েছিল৷ এরই প্রেক্ষিতে কমিশন হিমন্তকে শোকজ করেছিলেন৷ মন্ত্রীই শর্মা এর যে জবাব দেন, তাতে সন্তুষ্ট হতে পারেনি কমিশন৷ এর পরই ৪৮ ঘণ্টা তাঁকে প্রচার-বিরতির শাস্তি ঘোষণা করা হয়৷