India & World UpdatesHappeningsBreaking News
বঙ্গে দিলীপ ঘোষের নির্বাচনী প্রচার একদিনের জন্য নিষিদ্ধEC bans Dilip Ghosh from campaigning for 24 hours
ওয়েটুবরাক, ১৫ এপ্রিলঃ বিজেপির পশ্চিমবঙ্গ রাজ্য সভাপতি দিলীপ ঘোষের নির্বাচনী প্রচার একদিনের জন্য নিষিদ্ধ করল নির্বাচন কমিশন। আগামীকাল শুক্রবার রাত ৮টা পর্যন্ত কোনও প্রচার কর্মসূচিতে অংশ নিতে পারবেন না তিনি। কমিশন জানিয়েছে, শীতলকুচি নিয়ে দিলীপের মন্তব্যের জন্যই এই সিদ্ধান্ত।
গত শনিবার চতুর্থ দফার ভোটগ্রহণের দিন কোচবিহারের শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিতে ৪ জনের মৃত্যু হয়। তা নিয়ে উত্তপ্ত হয় রাজ্য রাজনীতি। পরের দিন এক নির্বাচনী জনসভায় দিলীপ বলেন, ‘‘ভয় দেখিয়ে রাজনীতি করার দিন চলে গিয়েছে। ভয় উপেক্ষা করে মানুষ ভোট দিচ্ছেন। ১৭ তারিখ সকালেও লাইনে দাঁড়িয়ে ভোট দিন। বুথে কেন্দ্রীয় বাহিনী থাকবে। কেউ লাল চোখ দেখাতে পারবে না। আমরা আছি। আর যদি বাড়াবাড়ি করে, শীতলকুচিতে দেখেছেন কী হয়েছে। জায়গায় জায়গায় শীতলকুচি হবে।’’ গত বুধবার ওই বক্তব্যের জন্য কমিশন দিলীপকে নোটিশ পাঠিয়েছিল। বুধবার তার জবাবও দেন তিনি। জবাবে সন্তুষ্ট না হয়েই এই নিষেধাজ্ঞার সিদ্ধান্ত নিয়েছে কমিশন।
এর আগে একই রকম ব্যবস্থা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধেও নিয়েছিল নির্বাচন কমিশন।