HappeningsBreaking News

টাকা জমা বা তুলতে গ্রাহকের ঘরের ড্রয়িংরুমে পোস্টাল ব্যাংক
Ease of deposit & withdrawal of money from home through IPPB

ঘরে বসেই ব্যাংকিং পরিষেবা। না, এখন আর টাকা জমা বা তোলার জন্য কষ্ট করে ব্যাংকে যেতে হবে না। ব্যাংকই চলে আসবে গ্রাহকের ড্রইংরুমে। আগামী ১ সেপ্টেম্বর থেকে সারা দেশে এই ব্যাঙ্কিং পরিষেবা চালু করছে ভারতীয় ডাক বিভাগ। এই নতুন ব্যাংকটি India Post Payment Bank সংক্ষেপে IPPB.

Rananuj

সারা দেশের সঙ্গে বরাক উপত্যকার তিন জেলা সদর শিলচর, করিমগঞ্জ ও হাইলাকান্দির প্রধান ডাকঘরে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করবে এই ব্যাঙ্কটি। দেশের মোট ৬৫০টি ডাকঘরে একযোগে এ দিন চালু হবে এই ব্যাঙ্কিং পরিষেবা। ডিজিটাল ইন্ডিয়া প্রকল্পের হাত ধরেই এই নতুন পরিষেবা। আইপিপিবিতে অ্যাকাউন্ট খুলতে হলে কোনও ব্যক্তিকে জমা দিতে হবে তার প্যান কার্ড ও আধার কার্ডের নকল কপি। এর পরই তৈরি হয়ে যাবে তার ব্যাঙ্ক অ্যাকাউন্ট।

অ্যাকাউন্ট খোলার পর গ্রাহকরা ব্যাংকের একটি নম্বরে ফোন করে জানাবেন, তিনি কত টাকা জমা দিতে বা তুলতে চাইছেন। সে অনুযায়ী সংশ্লিষ্ট এলাকার পোস্টম্যান একটি বায়োমেট্রিক মেশিন নিয়ে পৌছে যাবেন গ্রাহকের বাড়ি। সেই মেশিনে থাম্ব ইপ্রেশন দিলেই বেরিয়ে আসবে অ্যাকাউন্টের বিভিন্ন তথ্য। টাকা জমা দেওয়ার ক্ষেত্রে ছোটখাটো দু একটি নিয়ম সেরে নিলেই গ্রাহকের মোবাইলে এসএমএস চলে আসবে। এসএমএস এলেই ওই গ্রাহককে পোস্টম্যানের কাছে তার জমা করা টাকা নগদ দিয়ে দিতে হবে। টাকা তোলার ক্ষেত্রেও একই রকম পদ্ধতি। তবে এই প্রক্রিয়ার মাধ্যমে একজন গ্রাহক ঘরে বসে সর্বোচ্চ ১৫ হাজার টাকা পর্যন্ত তুলতে পারবেন।

এই ব্যাংকে পাওয়া যাবে সেভিংস ও কারেন্ট অ্যাকাউন্টের সুবিধাও। ডাক বিভাগ সূত্রে জানানো হয়, কোনও গ্রাহক আইপিপিবিতে অ্যাকাউন্ট খুললে একটি কুইক রেসপন্স কার্ড পাবেন। এই কার্ড দিয়ে একজন গ্রাহক অন্য কোথাও অর্থাৎ বাজার, দোকান ইত্যাদিতে কেনাকাটাও করতে পারবেন। India Post Payment Bank চালু হওয়ার প্রাক্কালে এদিন একটি মিছিল শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। শিলচরে এই ব্যাংকের আনুষ্ঠানিক যাত্রা উপলক্ষে সভাটি হবে বঙ্গভবনে।

All the 1.55 lakh post offices in the country would be linked to the India Post Payments Bank (IPPB) system by December 31, 2018, Communications Minister Manoj Sinha said on Wednesday. The India Post Payments Bank is scheduled to be launched nation-wide on September 1. “On the day of the launch, IPPB would have 650 branches and 3,250 access points spread across the country,” the minister told reporters.

Along with the rest of the country, India Post Payment Bank (IPPB) will be launched in the three districts of Barak Valley. Account holders of the Post Office Savings Bank would also be able to avail IPPB services by linking their accounts. The account holders in the payments bank would be provided a QR card and they can authorise transactions with the card and their biometrics.

The savings limit for savings account in the IPPB will be Rs. 1 lakh. The bank would provide services such as current account, savings account, remittances, money transfer, direct benefit transfer, enterprise and merchant payment, the minister informed, adding that the services would be available through multiple channels including counter services, micro ATM, mobile banking applications, SMS and IVR

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker