India & World UpdatesHappeningsBreaking News
Earthquake rocks Jammu-Kashmirভূ-কম্পে কেঁপে উঠল জম্মু-কাশ্মীর
২৬ জানুয়ারি : প্রজাতন্ত্র দিবসে ফের ভূমিকম্পে কেঁপে উঠল জম্মু ও কাশ্মীর। এ দিন প্রবল কম্পন অনুভূত হয় উপত্যকায়। রিখটার স্কেলে এই কম্পনের মাত্রা ছিল ৩.৯। রবিবার ভোর ৪টে ৩৪ মিনিট নাগাদ প্রথমবার কেঁপে ওঠে কাশ্মীর। ১২ সেকেন্ডের এই ভূমিকম্পে আতঙ্ক ছড়িয়ে পড়ে উপত্যকায়। আশাপতি এবং কৈলাশ হিমবাহের পাদদেশে ভদরওয়া শহর থেকে ৪.৩ কিলোমিটার উত্তর-পশ্চিমে ছিল ভূমিকম্পের কেন্দ্রস্থল।
বর্তমানে প্রবল শৈত্যপ্রবাহের জেরে বরফের নীচে উপত্যকা। ভূমিকম্পের জেরে কোনও ধস বা ক্ষয়ক্ষতি ও প্রাণহানির ঘটনা ঘটেনি বলেই খবর। বছর শেষেও একাধিকবার ভূ-কম্পে কেঁপে উঠেছে জম্মু ও কাশ্মীর। ৩১ ডিসেম্বরও ২ ঘণ্টার মধ্যে ৪ বার ভূকম্প হয়েছিল উপত্যকায়।