NE UpdatesHappeningsBreaking News
আসাম-মেঘালয়ে কম্পন অনুভূত, তীব্রতা ৪.১Earthquake measuring 4.1 rocks Assam, Meghalaya
২১ জুলাই : মঙ্গলবার শেষ রাতে মেঘালয় ও আসামে ভূ-কম্পন অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এই কম্পনের তীব্রতা ছিল ৪.১ । শেষ রাত ২টা ১০ মিনিট নাগাদ এই কম্পন ধরা পড়ে। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি এই কম্পনের কথা জানিয়েছে। তাদের টুইটারে বলা হয়েছে, মেঘালয়ের পশ্চিম গারো হিলসের তুরা থেকে উত্তর ও উত্তর-পূর্বের ৪২ কিলোমিটার দূরে মাটির নীচে ১০ কিলোমিটার গভীরে ভূ-কম্পের ঊতপত্তিস্থল। তবে এই কম্পনের ফলে এখনও কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
গত কয়েকমাস ধরে উত্তর-পূর্বের বিভিন্ন রাজ্যে লাগাতার কম্পন অনুভূত হয়েছে। ১৯ জুলাই সিকিমে অনুভূত কম্পনের তীব্রতা ছিল ৩.২। গ্যাংটক থেকে ৬ কিলোমিটার দূরে ১০ কিলোমিটার গভীরে ছিল এই কম্পনের উতপত্তিস্থল। ১৬ জুলাই আসামে ৩.৬ প্রাবল্যের কম্পন অনুভূত হয়েছে। তেজপুর থেকে পশ্চিম ও দক্ষিণ-পশ্চিমে ৪০ কিলোমিটার দূরে ছিল এই কপম্পনের উতপত্তিস্থল।