Barak UpdatesBreaking News
মাছ ধরতে গিয়ে বিদ্যুতের ছোবলে ৬ জনের মৃত্যু নগাঁওয়ে6 died being electroculated while catching fish at Nowgaon
২১ সেপ্টেম্বর : মাছ ধরার আনন্দ শেষমেশ পরিবর্তিত হল স্বজন হারানোর কান্নায়। বিদ্যুৎ বিভাগের কর্মীদের চূড়ান্ত গাফিলতিতে প্রাণ গেল ৬ ব্যক্তির। নঁগাও জেলার রূপহিহাটের খাটোয়ালে আজ সকালে এই হৃদয় বিদারক ঘটনাটি ঘটেছে। ঘটনার পর উত্তেজিত জনগণ বিদ্যুৎ বিভাগের এক কর্মীর ঘরবাড়িতে ভাঙচুর চালিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে শেষপর্যন্ত পুলিশ ও সিআরপিএফ বাহিনী নামানো হয়। পরেভমন্ত্রী সহ জেলাশাসক ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দেন। রাজ্য সরকার নিহতদের প্রত্যেকের পরিবারকে আড়াই লক্ষ টাকা করে সাহায্য ঘোষণা করেছেন।
প্রত্যক্ষদর্শীর বিবরণ থেকে জানা যায়, আজ সকালে রূপহিহাটের খাটোয়ালে একটি পুকুরে বিদ্যুতের তার ছিড়ে পড়ে। বিদ্যুতের তার থেকে পুকুরের জলে সংযোগ হলে প্রচুর মাছ মারা যায়। তখনই স্থানীয় জনগণ সংযোগ বিচ্ছিন্ন করার জন্য বিদ্যুৎ বিভাগকে জানালে কার্যালয় থেকে লাইন কেটে দেওয়া হয়।
এরপরই এলাকার বাসিন্দারা জাল নিয়ে মাছ ধরতে নেমে পড়েন। কিন্তু সবার অজ্ঞাতে জনৈক বিদ্যুৎ কর্মী ফের ওই লাইনে সংযোগ দিয়ে দেন। সেসময় বেশ কয়েকজন পুকুরে মাছ ধরায় ব্যস্ত ছিলেন। বিদ্যুৎ সংযোগ হতেই তারা বিদ্যুৎস্পৃষ্ট হন। সব মিলিয়ে সেসময় ৭ জন পুকুরে ছিলেন। বিদ্যুতের ছোবলে ৫ জনের ঘটনাস্থলেই মৃত্যু হয়। গুরুতর জখম অবস্থায় ২ জনকে হাসপাতালে ভর্তি করা হলে সেখানে একজনের মৃত্যু হয়।
জানা গেছে, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃতদের মধ্যে রয়েছেন রফিকুল ইসলাম, জবর আলি, মইনুল ইসলাম, হবিবুর রহমান, ইনামুল ইসলাম ও আশিকুল ইসলাম। হাসপাতালে বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন আনজারুল ইসলাম ও সাজাহান আলি। পুকুরে আরও মৃতদেহ থাকার সন্দেহে এসডিআরএফ বাহিনী নামানো হয়। তবে আর কোনও মৃতদেহ পাওয়া যায়নি।
এদিকে এ ঘটনা জুড়ে এলাকায় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। স্থানীয় জনগণ বিদ্যুৎ বিভাগের কর্মী ফকরুল ইসলামের বাড়ি লণ্ডভণ্ড করার পাশাপাশি তার গাড়িতে ভাঙচুর চালান। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও সিআরপিএফ বাহিনী মোতায়েন করা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হন মন্ত্রী কেশব মহন্ত। জেলাশাসক পরিস্থিতি পর্যবেক্ষণ করে ঘটনার বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছেন।