NE UpdatesHappeningsBreaking News
Earthen diyas lighted at Kokrajhar on the eve of PM Modi’s visitপ্রধানমন্ত্রীর সফর ঘিরে মাটির প্রদীপে সেজে উঠেছে কোকরাঝাড়
৬ ফেব্রুয়ারি : প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদিকে স্বাগত জানাতে পুরোপুরি তৈরি কোকরাঝাড়। প্রায় ৭০ হাজার মাটির প্রদীপে সাজিয়ে তোলা হয়েছে গোটা এলাকাকে। শুক্রবারই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কোকরাঝাড়ে তৃতীয় বড়ো চুক্তি স্বাক্ষর উপলক্ষে আয়োজিত এক বিশাল সমাবেশে বক্তব্য রাখবেন।
এই বিশাল সমাবেশের প্রস্তুতি নিজে দাঁড়িয়ে পরিচালনা করছেন রাজ্যের অর্থমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা। এই প্রস্তুতির ব্যাপারে তিনি নিজের টুইটারে একটি ভিডিও পোস্ট করে লিখেছেন, ‘কি মনোরম দৃশ্য! কোকরাঝাড় সেজে উঠেছে ৭০ হাজার মাটির প্রদীপে।’ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও বৃহস্পতিবার টুইটারে তাঁর আসাম সফরের কথা জানিয়েছেন। তিনি লিখেছেন, ‘আগামীকাল আমি আসাম সফরে যাচ্ছি। সেখানে কোকরাঝাড়ে এক জনসভায় আমি অংশ নেব।’ মোদি লিখেছেন, ‘আমরা খুব সাফল্যের সঙ্গে বড়ো চুক্তি স্বাক্ষর করেছি, যা গত কয়েক দশক ধরে এই অঞ্চলের এক বিশাল সমস্যা ছিল। চুক্তি স্বাক্ষরের মাধ্যমে এই সমস্যার এখন স্থায়ী সমাধান হচ্ছে।’
উল্লেখ্য, গত ২৭ জানুয়ারি নয়াদিল্লিতে তৃতীয় বড়ো চুক্তি স্বাক্ষর হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের উপস্থিতিতে এই চুক্তি স্বাক্ষর করেছে এনডিএফবি-র চারটি গোষ্ঠী এবং সারা বড়ো ছাত্র ইউনিয়ন অর্থাৎ আবসু। এদিকে, কোকরাঝাড়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সফর উপলক্ষে বড় তোরণ লাগানো হয়েছে। সড়কে পোস্টার লাগিয়ে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে স্বাগত জানানো হয়েছে।