Barak UpdatesIndia & World UpdatesHappeningsBreaking News

করিমগঞ্জে আটকে পড়া পশ্চিমবঙ্গের শ্রমিকদের পাশে ডিওয়াইএফআই
DYFI stands beside workers from West Bengal stuck in Karimganj

২৬ এপ্রিল: করিমগঞ্জে আটকে পড়া পশ্চিমবঙ্গের শ্রমিকদের হাতে ফের খাদ্যসামগ্রী তুলে দিল ডিওয়াইএফআই কর্মীরা।
করিমগঞ্জ শহর থেকে মাত্র আধ মাইল দূরে কানিশাইলে এক বাড়িতে আটকে আছেন পূর্্ব বর্ধমান, মুর্শিদাবাদ ও আলিপুরদুয়ার জেলার ২৫ জন শ্রমিক। এর মূলত পোশাক ও প্লাস্টিক সামগ্রীর ফেরিওয়ালা। ২৪ মার্চ প্রধানমন্ত্রীর হঠাৎ লকডাউন ঘোষণার পর এরা মহাবিপদে পড়েন।একদিকে কাজ বন্ধ, আরেকদিকে বাড়ি যাওয়ারও উপায় নেই। হাতের রসদও ফুরিয়ে যায়৷

Rananuj

টাকাপয়সা, খাদ্যসামগ্রী কিছুই নেই। তাদের দুরবস্থার খবর পেয়ে গত ৩০ মার্চ ছুটে যান ডিওয়াইএফআই কর্মীরা।সেদিন তাদের হাতে চাল, ডাল, মুড়ি ইত্যাদি তুলে দেওয়া হয়। সরকার থেকে তাদের খাদ্যসামগ্রী প্রদান করতে জেলা প্রশাসনের কাছে শ্রমিকদের তালিকা তুলে দেওয়া হয়। গত ৩ এপ্রিল জেলা প্রশাসন থেকে শ্রমিকদের এক সপ্তাহের খাবার (চাল মাথাপিছু ৪ কিলো ২০০ গ্রাম ও ডাল মাথাপিছু ৪০০ গ্রাম) দেওয়া হয়। সেদিন বলা হয়েছিল, এক সপ্তাহ পরে আবার খাদ্যসামগ্রী দেওয়া হবে। কিন্তু তিন সপ্তাহ কেটে গেলেও প্রশাসন আর কিছুই দেয়নি। ফলে তারা অনাহারে অর্ধাহারে দিন কাটাতে বাধ্য হচ্ছেন। তাদের দুরবস্থার কথা জেনে গত ২৪ এপ্রিল ডিওয়াইএফআই কর্মীরা শ্রমিকদের হাতে আরেক প্রস্ত চাল, ডাল, আলু তুলে দেন। উপস্থিত ছিলেন বিশ্বজিৎ দাস, নইমুল ইসলাম, নজমুল ইসলাম ও মহবুবুর রহমান৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker