Barak UpdatesHappeningsBreaking News
ডিএসএনজি ভ্যান: শিলচর দূরদর্শনে গিয়ে ক্ষোভ জানালেন সুস্মিতাDSNG Van: Sushmita Dev registers protest at DDK Silchar
১৩ আগস্ট: শিলচর দূরদর্শন কেন্দ্রের অনুষ্ঠান স্যাটেলাইট আপলিঙ্কিঙের জন্য ডিএসএনজি ভ্যান হয়েছিল৷ কিন্তু পক্ষকাল হতেই ওই ভ্যানটিকে কলকাতায় ফিরিয়ে নিয়ে যাওয়া হয়৷ তাতে ক্ষোভ ব্যক্ত করেছে কংগ্রেস৷ বৃহস্পতিবার প্রাক্তন সাংসদ সুস্মিতা দেবের নেতৃত্বে এক প্রতিনিধি দল শিলচর দূরদর্শন কেন্দ্রে গিয়ে নিজেদের ক্ষোভের কথা জানান৷ প্রতিনিধি দলে অন্যান্যদের মধ্যে ছিলেন সীমান্ত ভট্টাচার্য, দেবদীপ দত্ত প্রমুখ৷
তাঁরা ডিডি অসম স্যাটেলাইট চ্যানেলে শিলচরকে ১০টা থেকে ১২টা পর্যন্ত সময় দেওয়ার সমালোচনা করেন৷ সুস্মিতা দেব বলেন, ওই সময় মানুষ টিভি দেখার কথা নয়৷ তাই শিলচরের জন্য ওই সময়টাই বরাদ্দ করা হয়েছে৷ তিনি শীঘ্র এ নিয়ে মন্ত্রী প্রকাশ জাভড়েকরের সঙ্গে কথা বলবেন বলে জানিয়েছেন৷