Barak UpdatesBreaking News

জেলা ক্রীড়া সংস্থার সাংস্কৃতিক প্রতিযোগিতা ১৬ জানুয়ারি থেকে
DSA to host cultural competition from 16 January

৫ জানুয়ারি : শিলচর জেলা ক্রীড়া সংস্থার সাংস্কৃতিক বিভাগ বিভিন্ন প্রতিযোগিতা মূলক অনুষ্ঠানের আয়োজন করেছে। আবৃত্তি, রবীন্দ্র সঙ্গীত, নজরুল গীতি, রবীন্দ্র নৃত্য, বসে আঁকো ইত্যাদি প্রতিযোগিতার পাশাপাশি একাঙ্ক নাটক প্রতিযোগিতাও রয়েছে। আগামী ১৬ জানুয়ারি থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত জেলা গ্রন্থাগারে এইসব প্রতিযোগিতা চলবে।

Rananuj

ডিএসএ-র পক্ষ থেকে বলা হয়, নাটক প্রতিযোগিতায় জেলা ক্রীড়া সংস্থার অনুমোদিত সংস্থা ছাড়াও জেলার যে কোনও প্রতিষ্ঠান অংশ নিতে পারবে। তবে অন্যান্য প্রতিযোগিতায় অংশ নিতে ইচ্ছুক প্রতিযোগীদের ডিএসএ অনুমোদিত সংস্থা বা শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে আসতে হবে।

 

এ দিকে, প্রতিযোগিতা ১৬ জানুয়ারি থেকে শুরু হওয়ার ঘোষণা দেওয়া হলেও আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে ১৫ জানুয়ারি। প্রচারপত্রে এ কথা উল্লেখ করা হয়েছে। সকাল ১০টা থেকে চারটি বিভাগে প্রতিযোগিতা শুরু হবে। তবে অংশগ্রহণকারীদের জন্য কোনও নির্দিষ্ট কবিতা রাখা হয়নি। ১৬ জানুয়ারি তালিকা অনুসারে কোনও প্রতিযোগিতা নেই। ১৭ জানুয়ারি হবে রবীন্দ্র সঙ্গীত ও নজরুল গীতি, এরপর ১৮ জানুয়ারি সকাল থেকেই রবীন্দ্র নৃত্য ও বসে আঁকো প্রতিযোগিতা। বসে আঁকো প্রতিযোগিতা শিলচর জেলা ক্রীড়া সংস্থার মাঠে হবে। আঁকার বিষয় প্রতিযোগিতা শুরুর আগে বলে দেওয়া হবে। সব বিভাগের পুরস্কার বিতরণী অনুষ্ঠান ৩ ফেব্রুয়ারি জেলা ক্রীড়া সংস্থায় অনুষ্ঠিত হবে। শুরু হবে সন্ধ্যে ৬টায়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker