Barak UpdatesHappeningsBreaking News
জিরিঘাটে ড্রাগস বাজেয়াপ্ত, ধৃত ১
Drugs seized at Jirighat, 1 arrested

ওয়েটুবরাক, ১৬ সেপ্টেম্বরঃ জিরিঘাটে বৃহস্পতিবার ড্রাগস ধরা পড়েছে। গ্রেফতার করা হয়েছে লালরেমথাং মার নামে পঞ্চাশোর্ধ্ব এক ব্যক্তিকে। গোয়েন্দা সূত্রে খবর পেয়ে লক্ষীপুরের মহকুমা পুলিশ অফিসার কুলপ্রদীপ ভট্টাচার্য ও জিরিঘাট থানার ওসি রানাকুমার নাথের পুলিশ দল খৈরাবাদে তল্লাশি চালায়। লালরেমথাং মারের ব্যাগ খুঁজে ড্রাগস পাওয়া যায়। দশটি সাবানের বাক্সে সেগুলি লুকিয়ে রাখা ছিল। ধৃতের বাড়ি লালপানি দ্বিতীয় খণ্ডের শরনপুঞ্জিতে। তাকে এখন জিরিঘাট থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।