NE UpdatesHappeningsBreaking News

ডলু যেতে কংগ্রেস প্রতিনিধিদের বাধা, পথ অবরোধ

ওয়েটুবরাক, ২২ মে: ডলু বাগানের চা গাছ উপড়ে বিমানবন্দর নির্মাণের ব্যাপারে খোঁজ নিতে বিরোধী দলনেতা দেবব্রত শইকিয়ার নেতৃত্বে প্রদেশ কংগ্রেসের এক প্রতিনিধি দল রবিবার শিলচরে এসেছে৷ কিন্তু বাগানে যেতে চাইলে পুলিশ মাঝপথে তাদের আটকে দেয়৷ ক্ষুব্ধ বিধায়ক, প্রাক্তন মন্ত্রী সহ প্রতিনিধি দলটি সড়কের ওপর বসে পড়েন৷ তাতে ওই সড়কে যান চলাচল এক ঘণ্টার বেশি সময় বিঘ্নিত হয়৷

পরে পুলিশ সুপার রমনদীপ কৌর কংগ্রেস নেতাদের ১৪৪ ধারা জারির কথা জানিয়ে দেন৷  বেশ কিছু সময় উভয় পক্ষে উত্তপ্ত বাক্য বিনিময় হয়৷ পরে অবশ্য কংগ্রেস নেতারা রাস্তা ছেড়ে দেন৷

প্রতিনিধি দলে ছিলেন বিধায়ক নুরুল হোসেন, কমলাক্ষ দে পুরকায়স্থ, মিসবাহুল ইসলাম, খলিলুদ্দিন মজুমদার, ভাস্কর বরুয়া, প্রাক্তন মন্ত্রী আবু সালেহ নজমুদ্দিন, প্রদেশ কংগ্রেস সাধারণ সম্পাদক অপূর্বকুমার ভট্টাচার্য প্রমুখ৷ দেবব্রত বলেন,  ১৪৪ ধারা জারি করে সরকার বিরোধীদের চলাফেরা করতে দিচ্ছে না৷ গণতন্ত্র বলে এখন আর কিছুই অবশিষ্ট নেই‌৷ তিনি চা গাছ উপড়ে বিমানবন্দর তৈরির গোটা প্রক্রিয়াটার মধ্যে রহস্যের গন্ধ পাচ্ছেন৷ বলেন, সে জন্যই বিরোধী নেতাদের বাগানে যেতে দেওয়া হচ্ছে না৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker