Barak UpdatesHappeningsBreaking News
স্টেট ব্যাঙ্কের চিফ ম্যানেজার হলেন বিধায়ক ভট্টাচার্যBidhayak Bhattacharjee promoted as Chief Manager of SBI
২৬ এপ্রিল : পেশায় তিনি একজন ব্যাঙ্ক আধিকারিক। কিন্তু তাঁর পরিচিতি মহলের একটা বড় অংশের কাছে তিনি একজন সঙ্গীতশিল্পী। বরাক উপত্যকার সংস্কৃতি মহলের এমন মানুষ খুব কমই রয়েছেন, যারা শিল্পী বিধায়ক ভট্টাচার্যকে চেনেন না। বিভিন্ন সাংস্কৃতিক সন্ধ্যায় এই ব্যাঙ্ককর্তার গান শুনে অনেকেই আপ্লুত হয়েছেন, এমনকি শিল্পী বিধায়কের একক গানের সন্ধ্যাও উপভোগ করেছেন শিলচরের সংস্কৃতি প্রেমীরা। এর পাশাপাশি আমন্ত্রিত শিল্পী হিসেবে তিনি বিভিন্ন সংস্থার আয়োজনে গান গেয়েই যাচ্ছেন।
তবে ঠিক এই মুহূর্তে বিধায়ক ভট্টাচার্যের গানের জগতের খবর নয়, বরং তাঁর পেশাগত জীবনে পদোন্নতির খবরই মুখ্য। স্টেট ব্যাঙ্কের চিফ ম্যানেজার হিসেবে পদোন্নতি পেয়েছেন বিধায়ক ভট্টাচার্য। তিনি এতদিন শিলচর মেন ব্রাঞ্চের রিটেল অ্যাসেট ক্রেডিট সেলের ম্যানেজার পদে ছিলেন।
হাইলাকান্দির মাটিজুরি ব্রাঞ্চে তাঁর পেশাগত জীবন শুরু। দীর্ঘ ২৬ বছর বিভিন্ন পদে সুনামের সঙ্গে কাজ করেন। বরাক উপত্যকার পাশাপাশি মিজোরাম ও ত্রিপুরার বিভিন্ন শাখা ঘুরে ফের আসেন শিলচরে। তাঁর এই পদোন্নতিতে বিভিন্ন পরিচিত মহল থেকে সন্তোষ ব্যক্ত করা হয়েছে।