India & World Updates
কর্ণাটকে সরকার গঠনের দাবি জানাবে বিজেপি
২৪ জুলাইঃ কর্ণাটকে রাজ্যপালের সঙ্গে দেখা সরকার গঠনের দাবি জানাবে বিজেপি। এর আগে বুধবার বিজেপি পরিষদীয় দলের বৈঠক ডাকা হয়েছে। পরিষদীয় দলনেতা, প্রাক্তন মুখ্যন্ত্রী বি এস ইয়েদুরাপ্পা জানিয়েছেন, তিনি নতুন সরকার গঠনের ব্যাপারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং দলীয় সভাপতি অমিত শাহের সঙ্গে কথা বলবেন।
English text here
কংগ্রেস ও জেডিএসের বিদ্রোহী বিধায়কেরা বুধবার মুম্বই থেকে রাজ্যে ফেরার কথা। মুম্বইয়ে যে হোটেলে তাঁরা রয়েছেন, তার সামনে মঙ্গলবার বিক্ষোভ দেখান কংগ্রেস সমর্থকরা। সমর্থন প্রত্যাহার করে নেওয়া দুই নির্দল বিধায়ককে আটকে রাখার অভিযোগ নিয়ে বেঙ্গালুরুতেও ধস্তাধস্তি হয় বিজেপি ও কংগ্রেসের সমর্থকদের মধ্যে।
ভোটাভুটির আগে কুমারস্বামী বলেন, ‘‘আস্থা প্রস্তাব নিয়ে আলোচনা দীর্ঘায়িত করার উদ্দেশ্য ছিল না। আলোচনা চলছে বলেই ইস্তফা দিইনি। ভোট এড়াতে চাইনি।’’ গোটা পর্বে দীর্ঘ সময় লাগার জন্য কুমারস্বামী স্পিকার এবং রাজ্যবাসীর কাছে ক্ষমাও চেয়ে নেন। বলেন, ‘‘রাজনীতিতে এসেছি আচমকা ও অপ্রত্যাশিত ভাবে। ২০১৮-তে বিধানসভা ভোটের পরেই রাজনীতি ছাড়তে চেয়েছিলাম।’’ রাতে রাজ্যপালের হাতে ইস্তফা দিয়ে এসে কুমারস্বামী বলেন, ‘‘এখন আমি ভারমুক্ত। সবচেয়ে সুখী মানুষ।’’
tab]