Barak UpdatesHappeningsBreaking News
চিকিৎসক দিবস উদযাপন, দায়িত্ব নিল লিও ক্লাব অব শিলচর গ্রেটারের নতুন বোর্ড
ওয়েটুবরাক, ৭ জুলাই : গত ১ জুলাই জাতীয় চিকিৎসক দিবস উদযাপনের মাধ্যমে ২০২১-২০২২ বর্ষের সেবামূলক প্রকল্প শুরু করল ‘লিও ক্লাব অব শিলচর গ্রেটার’। সে দিন ক্লাবের অফিশিয়াল ফেসবুক পেজে মেডিসিন বিশেষজ্ঞ ডা. তনুশ্রী দেব গুপ্তার সঙ্গে একটি সচেতনতামূলক টক শো-র আয়োজন করা হয় । সঞ্চালনায় ছিলেন ক্লাবের সদ্য-প্রাক্তন সভানেত্রী তথা ডিস্ট্রিক্ট ৩২২-জির জোন চেয়ারপার্সন দেবস্মিতা বিশ্বাস।
সে দিনই ২০২০-২১ বর্ষের জন্য সভানেত্রীর দায়িত্ব নিয়েছেন নেহা চক্রবর্তী৷ সহ-সভাপতি রিশভ পুরকায়স্থ, শুভজিৎ দাস ও স্বরূপ জ্যোতি পাল, সম্পাদিকা পর্ণশ্রী দাস, যুগ্ম-সম্পাদিকা স্মিতা দে, কোষাধ্যক্ষ শুভ চক্রবর্তী, যুগ্ম-কোষাধ্যক্ষ সূর্যাংশু নাথ৷ পাবলিক রিলেশনশিপ অফিসার দেবযানি দাস, সহকারী পাবলিক রিলেশনশিপ অফিসার তাহমিনা আক্তার৷ ক্লাব ডিরেক্টর ঋতুরাজ ভট্টাচার্য, সার্ভিস ডিরেক্টর সৌম্যজ্যোতি ভট্টাচার্য, সহ সার্ভিস ডিরেক্টর ত্রিবর্ণা দেব, মেম্বারশিপ ডিরেক্টর মধুমিতা নাথ এবং ক্লাব এডিটর পূরবী দাস। লিও অ্যাডভাইজার হিসেবে রয়েছেন লায়ন্স ক্লাব অব শিলচর গ্রেটারের প্রতিষ্ঠাতা সভাপতি তথা লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩২২-জি এর রিজিওন চেয়ারপার্সন সব্যসাচী রুদ্র গুপ্ত।
প্রসঙ্গত, লায়ন্স ক্লাব অব শিলচর গ্রেটার এর যুবশাখা লিও ক্লাব অব শিলচর গ্রেটার৷ গত বছর তারা দেবস্মিতা বিশ্বাসের নেতৃত্বে ১২৫টি সমাজসেবামূলক কাজ করেন।