India & World UpdatesBreaking News

২৪ ঘণ্টায় মিটিয়ে দিতাম অযোধ্যা মামলা, দাবি আদিত্যনাথের
I would have solved Ayodhya issue within 24 hours: Yogi Adityanath

২৬জানুয়ারিঃ অযোধ্যা মামলার রায়দানে দেরি করার  জন্য সুপ্রিম কোর্টকেই কাঠগড়ায় তুললেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। বলেন, সর্বোচ্চ আদালত না পারলে তাঁদের দায়িত্ব দিয়ে দিক। সে ক্ষেত্রে তিনি রাম জন্মভূমি-বাবরি মসজিদ বিতর্ক ২৪ ঘণ্টায় মিটিয়ে দেবেন বলে দাবি করেন।

সুপ্রিম কোর্ট মামলার রায় দিতে দেরি করছে, অভিযোগ করে আদিত্যনাথ বলেন, এতে সুপ্রিম কোর্টই মানুষের আস্থা হারাচ্ছে। সে কথা ভেবেই আদালতের উচিত, তড়িঘড়ি এই মামলার রায় দেওয়া। শনিবার একটি টেলিভিশন চ্যানেলকে সাক্ষাৎকার দিচ্ছিলেন আদিত্যনাথ। বলেছেন, ‘‘অযোধ্যা বিতর্ক মেটার পর তিন তালাক প্রথা নিষিদ্ধ করার বিষয়টি কার্যকর হবে।’’

January 26: The delay in delivering the verdict of Ayodhya dispute by the Supreme Court has irked Uttar Pradesh Chief Minister, Yogi Adityanath. He said, “If the Supreme Cort is unable to deliver justice on this issue, then let it give the responsibility to us. I will solve the Ram Janmabhumi-Babri masjid issue within 24 hours.”

He further said that people are losing their trust upon Supreme court as it is delaying in giving its verdict on this issue. He said that the apex court should understand the pulse of the nation and decide the issue immediately. On Saturday, Yogi Adityanath said this while was speaking to a television channel. He also said that after the Ayodhya dispute is resolved, the matter of Triple Talaq will be finalised.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker